বাতিঘর হচ্ছে একধরনের টাওয়ার, উঁচু দালান বা যে কোন ধরনের ফ্রেম স্ট্রাকচার যা আলোক উৎস আর লেন্সের সমন্বয়ে দূরবর্তী সামুদ্রিক জাহাজের চলাচলে সাহায্য করে। সমূদ্রতীরবর্তী তটভূমি, ডুবে থাকা পাথুরে পাহাড়, আশপাশের দ্বীপ প্রভৃতি সম্পর্কে তথ্য আদান-প্রদানে বাতিঘরের ভূমিকা অনস্বীকার্য। বন্দরে নিরাপদ প্রবেশ মাঝে মাঝে এমনকি বিমানের পথপ্রদর্শনেও বাতিঘর ব্যবহৃত হয়। মানব সভ্যতার ইতিহাসে মিশরীয়রা সর্বপ্রথম বাতিঘর তৈরী করে। তারা ২৮০ খৃষ্টপূর্বাব্দে সর্বপ্রথম ফারোস দ্বীপে আলেক্সান্দ্রিয়ার বাতিঘর তৈরি করে। তখনকার দিনে এটিই ছিল মানব নির্মিত সর্বোচ্চ স্ট্রাকচার। প্রাচীন সপ্তাশ্চর্যের অন্যতম এই বাতিঘর। ১৮২২ খৃষ্টাব্দে আধুনিক বাতিঘরের লেন্স তৈরি হয়। নির্মাতা ছিলেন অগাস্তিন ফ্রেশ্নেল নামের এক ফরাসী। তিনি আলোক বিবর্ধনের জন্য প্রিজমের ব্যবহার করেন। ১৮৪১ খৃষ্টাব্দে ফ্রেশ্নেল লেন্স সর্বপ্রথম বাতিঘরে ব্যবহার করা হয়।
আলেক্সান্দ্রিয়া বাতিঘর

আলেক্সান্দ্রিয়ার বাতিঘর, মিশর
ক্যাসল পয়েন্ট বাতিঘর
নর্থ আইল্যান্ড, নিউজিল্যান্ড
ক্যাসল হিল বাতিঘর
রোডস আইল্যান্ড, আমেরিকা
পিজিয়ন পয়েন্ট বাতিঘর
সানফ্রান্সিসকো বে, ক্যালিফোর্নিয়া
টরে-ডে-হারকিউলিস
গ্যালিসিয়া, স্পেন
তাইবে বাতিঘর
তাইবে আইল্যান্ড, জর্জিয়া
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫২