এজন্যই মনে হয় কবিগুরু বলেছেন, আমাদের বাঙ্গালী করে রেখেছো, কিন্তু "মানুষ" করোনি। আমরা বাঙ্গালীরা শুধু ১ লা বৈশাখ এলেই একদিনের জন্য বাঙ্গালীপনায় মেতে উঠি, আর সকালে ঘুম থেকে উঠে ইংলিশ পেস্ট দিয়ে দঁাত মাজি ,ইংলিশ টয়লেটে গমন করি ,ইংলিশ স্কুলে ছেলেমেয়েকে পাঠাই, তারপর বাসায় এসে ইংলিশ মুভি ও হিন্দি সিরিয়াল দেখতে দেখতে ফ্রীজে রাখা পান্তা-ইলিশ খাই। আমরা চলনে-বলনে, পোশাকে-আশাকে, খাবারে-দাবারে পুরোদস্তুর ভিনদেশী,এখানেই শেষ নয়, বিদেশী ফেয়ারনেস ক্রীম মেখে কালো ত্বক সাদা করার ব্যর্থ চেষ্টায় মত্ত । আবার মাত্র একদিনের জন্য বাঙ্গালী হওয়ার প্রতিযোগিতায়ও মেতে উঠি আমরা! !! হায়! এ জাতি মানুষ হবে কবে???
জাতির বিবেকের কাছে আজকে আমার এ প্রশ্ন ।
নববর্ষের এ দিনে আমাদের মনে শুভবুদ্ধি জাগ্রত হোক[/sb
সবাইকে শুভনববর্ষ.........."১৪১৬"
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




