১৯৭১ সালের পূর্ববর্তী অথবা ৯০ পরবর্তী ঘটনা সম্পর্কে ধারণা থাকলেও আমাদের অনেকেরই ৭১-৯০ সময়কালের রাজনৈতিক পট-পরিবর্তন বা ইতিহাস সম্পর্কে ধারণা নেই বললেই চলে । থাকলেও তা হয়ত ঘোলাটে। তাই অভিজ্ঞ কারো কাছে এই ব্যাপারে রেফারেন্স চাচ্ছিলাম ।
যে ধরনের রেফারেন্স:
১। কোন বই হতে পারে ।( প্রাপ্তিস্হান বললে ভাল হয় )
২। অনলাইনে কোন ব্লগ হতে পারে ।
৩। কোন ব্যাক্তি হতে পারেন, যিনি এই ব্যাপারে বিস্তারিত জানেন ।
৪। অন্য যে কোন কিছু যা এই ইতিহাস সম্পর্কে ধারণা দিতে পারে ।
এই সময়ের ইতিহাস জানাটা অত্যন্ত জরুরী । আপনার কাছে এই সময়ের সামান্য রেফারেন্স থাকলেও দিতে ভুলবেন না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




