
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন রিপোর্ট-২০২০ অনুসারে বিগত ৩৫ - ৩৯তম বিসিএস ৫টা নিয়োগ পরীক্ষা পরিসংখ্যান:
১। মোট নিয়োগ - ১৪,৮১৩ জন
২। মেধা তালিকা - ৯,৮১৮ জন (৬৬.২%)
৩। জেলা মেধা কোটা - ২,১২৪ জন
৪। মহিলা মেধা কোটা - ১,৪২৬ জন
৫। মুক্তিযোদ্ধা মেধা কোটা - ১,২৯৮ জন (৮.৭%)
৬। ক্ষুদ্র নৃ- গোষ্ঠী মেধা কোটা - ১৩১ জন
৭। প্রতিবন্ধী মেধা কোটা - ১৬ জন
১৯৭২ থেকে ১৯৮৯ পর্যন্ত মাত্র ২৫ জন মুক্তিযোদ্ধা কোটায় 'বিসিএস ক্যাডার' হিসেবে চাকরি পেয়েছিল, তাও সব স্তরের পরীক্ষায় পাশ করার পর। বাকি সব মুক্তিযোদ্ধারা ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি পার হতে পারে নাই। কারন প্রায় সকল মুক্তিযোদ্ধাই ছিল চাষাভুষা শ্রমিক আর অশিক্ষিত।
উপরের তালিকা থেকে বলেন তো কারা কারা সুবিধাবিঞ্চিত আর কারা শহুরে শিক্ষাদীক্ষা সুবিধাদি সম্বলিত জীবনে সকল সুবিধাপ্রাপ্ত শ্রেনী?


সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


