মাকে কেন ভালোবাসি...
মা যে মা, তাই।
প্রথম প্রেমকে অনায়াসে পায়ে দলে চলে এসেছিলাম, মার জন্য। জানতাম প্রকৃতি প্রতিদান দেবে।
দিয়েছেও।
আমাকে যখন পায়ে দলে চলে গেলো আর একজন... মানুষটাকে ছোট করতে চাইনি, প্রকৃতির প্রতিশোধের কথা মা জানুক তাও চাইনি। সব দোষ তাই নিজের কাঁধে নিয়ে মার চোখে খারাপ হয়েছিলাম।
ছোট থেকে মার মুখে শুনতাম - লেখাপড়া করো, সাত খুন মাফ হয় লেখা পড়া করলে... মিথ্যা কথা। একটা খুন, তাও না, খুনের আভিযোগ মাত্র। তাও তো মা ক্ষমা করলো না। বরং আজ শুনলাম ভালো রেজাল্টের কারনে বেশি আদর পেয়েছি... নিজেও নষ্ট হয়েছি, ভাইবোনদেরও হীনমন্যতায় ভুগিয়েছি।
আরো আগে বলতে মা... আরো আগেই না হয় রেজাল্ট খারাপ করা শুরু করতাম।
হ্যা মা ... মিথ্যা বলি তোমাকে। কেনো বলি ?? কে চায় মিথ্যা বলতে? কিন্তু সত্য যখন মেনে নিতে পারো না তখন কি করতে পারি আমি? নিজের মতো করে বাঁচতে চাওয়াটা আমার পাপ না মা, প্রাপ্য।
বললে বহেমিয়ান হয়ে গেছি। ইচ্ছা করে তো হইনি মা, একদিনে ও তো হইনি। বারবার স্বপ্ন দেখেছি, প্রতিবার ধাক্কা দিয়েছো, একটু একটু করে শক্ত হয়েছি । আজ আর তোমার কান্না আমাকে কাঁদায় না।
ঘর ছাড়ার কথা বলছো? তুমি কেনো ঘর ছাড়বে? মেহমান হয়ে এসেছি, চলে যদি কারো যেতেই হয় তবে তো আমারই যাওয়া উচিৎ।
মা, তোমায় খুব ভালোবাসি। দোয়া কোরো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




