বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি ভাবছেন? - Click This Link
'' আগে কি সুন্দর দিন কাটাইতাম কিংবা আপার আমলেই ভাল ছিলাম '' - এ কথাটি গত ৫ মাস ধরে ত্যাগী লীগের অতীতের ভোগীদের এবং বর্তমানে না খেতে পেরে ত্যাগী ভাইদের নিঃশ্বাসের সাথে কিংবা বুকভরা দীর্ঘ শ্বাস-প্রশ্বাসের সাথে দেশের আকাশে বাতাসে ভেসে বেড়াচছে। যাহা রাজিব ভাইয়ের লেখা " বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি ভাবছেন"? এর মূল সুরও। আর এটা শুধু রাজিব ভাইয়েরই নয়, এটা এখন পীর লীগের / তার সুবিধাখোরদের কারো কারো নিকট সান্তনা খোঁজার এবং দেশে ফেসবুকিয় ক্যাচাল লাগানোর জন্য একটা জনপ্রিয় বুলি।
তাদের মতে,ত্যাগী আপা বিহীন বংগ দেশের মানুষ বিগত ৫ মাস খুব পেরেশানীতে আছে, যেখানে বিগত একটানা প্রায় ১৬ বছর দেশের মানুষ পীর সাম্রাজ্যে থেকে বেহেশতের আস্বাদ পেত এবং দেশ ছিল দেশ ছিল ই-উরোপ কিংবা আম-মেরিকা যা এখন হয়ে গেছে উ-গান্ডা কিংবা নাই-জেরিয়া। তারা এটা ভূলে যায় যে, তাগো ত্যাগীয় আপা একটানা ১৬ বছরে এত এত ত্যাগ করে দেশকে যে ছেড়া-বেড়া করে রেখে গেছেন, উপদেষ্টা পরিষদকে তার থেকে বের করে আনতে এবং তাহার ত্যাগীয় সারবস্তু সমাজ-দেশে থেকে পরিষ্কার করার প্রসেস শেষ করতে আমজনতার একটু সময় ও ব্যাথা লাগবেই এবং এর জন্য একটু ধৈর্য্য ধরতে হবে, ইডা মনে রাখেনা। আপনার সব ভাইজান
আসুন আমরা একনজরে দেখি, রাজিব ভাই তাহার লেখায় যে কয়টা সমস্যার কথা বলেছেন, সেগুলি কি আপা পীরের সাম্রাজ্যে আগে ছিল নাকি গত ৫ মাসে নাজিল হয়েছে?
১। আপা-বাবা'র দেশের অবস্থা - ভাইয়ের মতে, আপার দেশে এখন কিছুই ঠিক নেই
ভাইয়ের / আপনাদের নিকট প্রশ্ন, '' ৫ মাস আগে কি দেশ নর
২। দেশের সব সেক্টরের অবস্থা - ভাইয়ের মতে, আপার আমলে দেশের সব সেক্টর ভাল চলছিল এখন সব অচল হয়ে গেছে।ভাইয়ের / আপনাদের নিকট প্রশ্ন,'' এত দিন কি সব সেক্টরে গদীনশিন পীরানে পীরের কামেল লোক ছিল যারা ছিল নাগা সাধু এবং দেশের সব সেক্টরে ৫ মাসে বোম্বাই মরিচে ভরি গেছে নাকি
৩। জিনিষ পত্রের দাম - ভাইয়ের মতে, আপা পীরের আমলে জিনিষপত্রের দাম ছিল পানির দামে,আর গত ৫ মাসে জিনিষপত্রের দাম চলে গেছে মানুষের নাগালের বাইরে।
ভাইয়ের / আপনাদের নিকট প্রশ্ন,''এত দিন ১ টেহায় গোপাল-ভোগী আপামন চাউল পাওয়া যাইত এখন উপদেষ্টারা দায়িত্ব নেয়ার পর ১ টেহা অচল ঐ গেছে নাহি
৪। ২০ বছর ধরে দেশের অবস্থা - ভাইয়ের মতে,'' পীর পরিবারের ও তাহার দলের শসনামলে দেশ ভাল ছিল যা এখন বেশ খারাপ হয়ে গেছে।
ভাইয়ের / আপনাদের নিকট প্রশ্ন,'' আপার আমলে কি দেশ সোনার উপর ভাসত, দেশে কি তখন সব ছিল কামেল দরবেশ - যারা কোদাল দিয়ে দিন রাত এখন করে দেশের আগাছা দমন করত। এখন ৫ মাসে কি দেশের কর্ণধাররা কোদাল ত্যাগ করে কাচি দিয়ে জনগনের পিছোয়ারা কাটছে নাকি
৫। দেশেটা গেছে পচে - ভাইয়ের মতে,'' গত ৫ মাসে দেশটা এবং দেশের সব কিছু পচে গেছে''।
ভাইয়ের / আপনাদের নিকট প্রশ্ন,'' এতদিন আপা যে সবকিছুতে ফরমালিন দিয়ে না পঁচিয়ে বাঁচাইয়া রাখা দেখাইছে ইডা কি বালা আছিল স্বাস্থ্যের পক্ষে, নাকি উপদেষ্টারা একন ফরমালিন বন কইরে আসল জিনিষ দেয়ার চেষ্টা করা কি খারাপ ঐছে
৬।দেশে গলিতে গলিতে মসজিদ ভরে গেছে - ভাইয়ের মতে,'' দেশের অলিতে গলিতে এট মসজিদ হয়েছে যে, আজানের কারনে ভাইয়ের কানে ব্যাথা হয়ে গেছে / যায়'।'
ভাইয়ের নিকট প্রশ্ন, '' মসজিদ দেশে-দুনিয়ায় হাজার বছর ধরে কি ছিল ? নাকি গত ৫ মাসে মসজিদ সমাজে পয়দা হয়েছে?
ভাইয়ের / আপনাদের নিকট আরো ২ টি প্রশ্ন,
> ভাইয়ের কি মসজিদে এলার্জি আছে?
> নাকি আপার নয়া শ্বশুরবাড়ীর মত মসজিদের নীচে মন্দির খোজার ইচছা আছে কিংবা সপনে দেখছেন?
আপনার সবার নিকট প্রতিটা কারনের যৌক্তিক জবাব আশা করি
==============================================================
পূর্ববর্তী পোস্ট -
কৌতুহল - ৫ " পৃথিবীর কসাইখানা শিকাগো " - শিকাগোকে কেন পৃথিবীর কশাইখানা বলা হয় ?
Click This Link
" কৌতুহল - ৪ " - Click This Link
মিনিকেট নামে কোন ধান নেই ॥ খাদ্যমন্ত্রী ॥ তবে মিনিকেটের নামে আমরা কি খাচছি এবং বাজারে মিনিকেট চাল নামে আসলে কি বিক্রয় হচছে ?
"কৌতুহল - ২ / ২ " - " ডারউইনের বিবর্তনবাদ " - মানুষ কি এপ-প্রাইমেট (বানর) থেকে এসেছে বা পৃথিবীতে মানুষের শুরু কিভাবে হয়েছে? এ ব্যাপারে ধর্ম ও বিজ্ঞানেরই বা কি অভিমত ?
Click This Link
"কৌতুহল - ২ / ১ " - " ডারউইনের বিবর্তনবাদ " - মানুষ কি এপ-প্রাইমেট (বানর) থেকে এসেছে বা পৃথিবীতে মানুষের শুরু কিভাবে হয়েছে? এ ব্যাপারে ধর্ম ও বিজ্ঞানেরই বা কি অভিমত ?
Click This Link
"কৌতুহল -১"- আমেরিকার প্রেসিডেন্টরা ২০ জানুয়ারি কেন শপথ নেন? Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




