শ্রমিকেরা আমাদের দেশের প্রাণ
ওদের মেরো না
ওরা বাঁচতে চায়
দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে
আমাদের শ্রমিকদের অবদান স্বর্ণ শিখরে
আমরা ওদের সম্মান করি
ওরা আমাদের অলংকার
ওদের কল্যাণে মালিকেরা প্রতিষ্ঠিত হয়
শ্রমিক শ্রমিক ভাই ভাই
শ্রমিক হত্যকারীদের চরম শাস্তি চাই
শ্রমিকদের ন্যায্য মজুরি চাই
মাসের শেষে সময়-মত বেতন ভাতা দাও
মালিক শ্রমিক ভাই ভাই
দেশের উন্নয়নে সবাই আমরা এক হই
আসুন প্রতিজ্ঞা করি
দেশের একটি শ্রমিক ও যেন মালিকের অবহলোয় অকালে প্রাণ দিতে না হয়। আজ থেকে কোন শ্রমিক মালিকের অবহেলায় অথবা মালিকের নির্যাতনে মৃত্যু কিংবা দূর্ঘটনা প্রতিত হয় তাহলে সে মালিককে দেশের প্রচলিত নিয়মানুযায়ী সর্বোচ্চ মৃত্যু দন্ড এবং শ্রমিককে ন্যূনতম ১৫,০০০০০.০০ (পনের লক্ষ) টাকা পরিশোধ করতে হবে। শ্রমিক ভাইদের উচিত মালিক যে ভাবে বলে সে অনুযায়ী কাজ করা এবং মালিকের মতামত কে প্রাধন্য দেয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



