যখন অনেক কথা বলার ইচ্ছে
যখন খুব একা একা লাগে হঠাৎ করেই
খুব ইচ্ছে করে বলতে যখন কথা
শুধুই কথা বলার জন্য, সঙ্গ পাবার ইচ্ছায় |
খুব অসহ্য লাগে একা একা অনেকের মাঝে
জানালার পাশে বাকি পৃথিবী
আমার পৃথিবী থেকে আলাদা
হঠাৎ হঠাৎ একা খুব একা, শুধু নিজের সাথে
নিজের জন্য, নিজের চিন্তা কল্পনা আর স্বপ্ন
স্বপ্ন আমার , আমার গড়া , তবু আমি যেনো স্বপ্নের দাস |
জীবন্ত স্বপ্ন লতার মতো আমাকে ছারিয়ে , জরিয়ে |
একা একা , আমার আমি
সারাদিন সারারাত , যেনো স্বপ্নের আমি |
আমার চিন্থা জানালার ওপাশের পৃথিবী
আমার আমি , স্বপ্নের আমি
একা একা শুধুই একা ওনেকের মাঝে , স্বপ্নের আমি |
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




