এখন অনেক কিছুই আগের মতো পারি না, আগে যেমনটি পারতাম ।
পারিনা কষ্ট হলে চিৎকার করে কাঁদতে
পারিনা কষ্ট গুলো দু`চোখের কান্নায় ভাসাতে
পারিনা মণ খুলে দু`দন্ড কথা বোলতে
দূরের মানুষকে আজ আর কাছে টানতে পরিনা ,আগের মতোন
পারিনা প্রচন্ড অথচ ছোট ছোট সুখ গুলো সবার সাথে ভাগ করে নিতে।
মণের সুখে উচ্চ স্বরে হাঁসতেও পারি না
গান গাইতেও পারি না, আগের মতোন খেয়ালি সুরে |
পারিনা রাতে ঘুমিয়ে রাজপুএ হয়ে পঙ্খীরাজে চড়তে
পারিনা মণ খুলে আকাশ ছোয়ার স্বপ্ন দেখতে
পারিনা নিজেকে পৃথিবির রাজা বোলে ভাবতে
ভয় পেয়ে আর টেবিলের তলে লুকোতে পারিনা
বৃষ্টির কাঁদা পানিতে দাপাদাপি করতে পারিনা
হা কোরে দাড়িয়ে আকাশের নীল দখতে পারিনা
না পারিনা । এমন অনেক কিছুই এখন পারিনা
কারন আমি এখন অনেক বড়ো , অনেক অনেক বড়ো ।
আমার মাথা আকাশ ছোয়নি
আকাশের তাঁরও , আমি ধরতে পারিনি এখনো
তার পরও আমি বড় | হাঁ আমি অনেক বড় ।
এতো বড় যে তোমরা আমায় বেঁধে ফেলেছো তোমাদের নিয়মের জালে ।
পদে পদে 'না' শব্দের বেড়া জাল , আর তোমাদের মতো করে বাঁচা
এখন আমি এতো বড় যে ছোট্ট এক 'না' আর কিছু নিয়মের জালে বাঁধা ।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




