ভোতা কেমন একটা অনুভূতি ,
কেমন যেনো একটা অসষ্তি
কেমন একটা শূন্যতা ,
অদ্ভুত অনুভূতিটা বাড়তে থাকা ।
রাত জেগে সময়ের চলে যওয়া দেখা ।
রাতের আকাশের তারা গোনের স্বপ্ন বহুদিনের
প্রতিদিন সকাল হয় রাত হয় ,
তারা গোনা হয় না ।
কেমন যেনো একটা প্রতিক্ষা
একটা তারা ভরা রাতের অপেক্ষা।
সময় চলে যায় বয়স বেড়ে যায় ,
তারা ভরা সে রাত আসে না
তারা গোনা হয় না ।
চোখে ছানি পড়ে দৃষ্টি হয় রুদ্ধ ,
ইচ্ছে গুলো কমতে থাকে ।
তারা ভরা রাত আসে না
আমার তারা গোনা হয় না ।
এখন আমি মৃত্যুর প্রহর গুনি
রাতের আকাশের তাঁরা ,
আমার স্বপ্নের আকাশের তারা হয়ে থাকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




