মণে আমার অমাবস্যার আন্ধকার
কালো কুচকুচে নিকষ আধর
শোন চাঁদ দেবে আমায় আকটু জোছোনা ধার ?
জোছোনা আলোয় আমি নিজেকে দেখবো
দেখবো চারিপাশের পৃথিবি আমার
আন্ধকারে ঢেকে থাকা আমার চারিপাশ
একটু আলো দরকার নিজেকে জানার জন্য ।
সকালের সূর্য ডুবে গেছে কতো আগে ,আমি ভূলে গেছি
তার পরে নেমেছে এ ঘোর অমাবশ্যা
কখন শেষ হবে আমি জানি না
শুধু একটা সকালের অপেক্ষায় কাটছে আমার দিন ।
বড় কষ্ট এ অপেক্ষা তা কি তুমি জান চাঁদ?
অপেক্ষার মুহূর্ত হয় হজার বছর সমান
শুধু দীর্ঘতয়িত করে নিজেকে
বলতে পারো কোখন সকাল হবে?
সকালের আলোয় আমি নিজেকে দেখবো
অসম্ভব সুন্দর আলোয় আমি শরীর ডুবিয়ে রাখবো ।
সমস্ত গ্লানি পরাজয় যাবে ধুয়ে ।
আমি মানুষ হব আবার ,মণের হাজার দুয়ার খুলে ।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




