চলো খুজি দিগন্তের শেষ
চলো নৌকা নিয়ে নদীর ওপারে য়ায়
না থাক বসে থাকি এই বটের ছায়ায় ।
তুমি থাকলে আমার সবি ভালো লাগে
অর্থহীন কাজ গুলোও অর্থ বহ হয়
তুমিপাশে থাকলে মনে হয় আকাশে ভাসছি
আথচ বসে আছি এই গাছের ছায়ায়
তুমি কথা বল আমি শুনি শুনিনা
কখনো দেখি তোমার মাথা দোলানো
কখনো তোম ঠোটের নড়াচড়া
কখনো শুনি তোমার কথাবলা সুর
কখনো দেখি তোমার চুলের কালো রং
কখনো দেখি তোমার চখের ভেতর সাগর
কখনো দেখি আমার নিজের হাতের তালু
বোঝার চেষ্টা করি সপ্ন দেখছি নাতো?
হাজার সূর্যের আলোর নীচে তুমি
আর আমি ? তোমার পাশে থেকেও নেই
তোমাকে কাছে পাওয়ার আনন্দ আমাকে দূরে সরিয়ে দেয়
তোমাকে কাছে থেকেও তাই থাকতে হয় দূরে , স্বপ্নের দেশে ।
যখন কাছে থাকি না তখন শুধু প্রতিক্ষা
যখন কাছে থাকি তখন , নিজেকে হরায় ভালোলাগায়
কি আদ্ভু তখন সব এলোমেলো
সব চাড়িয়ে ভালোলাগা ভালোবাসতে পারার জন্য |
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




