[ ঘটনাটি এখন পুরনো । ইচ্ছা ছিল গতকাল পোষ্টটা দিব কিন্তু সময়ের অভাবে দিতে পারিনি । দুখিত পুরনো ইস্যুতে পোষ্ট দেবার জন্য
" শেয়ার বাজার " - অনেক পুরনো ইস্যু কিন্তু সময়ে সময়ে ফ্রন্ট লাইনে আসে নাকি আনা হয় !! এটা নিয়ে অনেক অনেক প্যাচাল করা যাবে । আর এই বিষয়ে লিখতে গেলে রীতিমতো একটা মহাভারত রচনা করা যাবে । আজ আর মহাভারতে না যাই ।
" শেয়ার বাজার " - দেশের অর্থমন্ত্রীই জানে না বা বোঝে না কি জিনিস এইটা !!! (প্রধানমন্ত্রী আর বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের কথা নাইবা বললাম) সেই দেশের আমাদের মতো সাধারন মানুষের বোঝার প্রশ্নই আসে না । তারপর ও আমাদের মধ্যে কিছু জুয়ারী(নতুন আবিস্কার করেছেন আমাদের গর্ভনর) থাকে যারা একটু আকটু মাথা নষ্ট করেন জুয়া খেলে ।
শুরুটা সরকারের হাত ধরে .. পরে যোগ দেয় বাংলাদেশ ব্যাংক ..অনেকটা যৌথ প্রযোজনার ছবি মতো করে নায়কেরা() বাংলাদেশের শেয়ার বাজারের সূচক আসমানে তোলেন (এতো কষ্ট আমদের নায়ক সাকিব খান আটার বস্তা তোলার সময় করছে কিনা সন্দেহ )
... জানি না কোথায় গিয়ে এই বর্তমান ছবির শেষ হবে । মাঝে দুইবার মনে হয়েছিল এই বুঝি ছবির শেষ ... কিন্তু না কোথায় থেকে যে আমাদের দেশের বর্তমান অর্থমন্ত্রী আর শালার গর্ভনর এসে উপস্থিত হয় । কি আর্ করা পরিচালকের ইচ্ছাই কর্ম
[IMF & World Bank এই দুইটা সংস্থাকে আমি ছোট থেকেই দেখতে পাড়িনা আগেই বলে রাখলাম। এদের কাজ পৃথিবী শোষন করা (আমার ব্যক্তিগত মত)]
IMF & World Bank এর লোকজন যখন এদেশে আসে তখনই কোন না কোন ঝড় শুরু হয় দেশের অর্থনীতিতে । আর আমাদের অর্থমন্ত্রীর কথা কি বলবো (কিছু বললে পুরাই টনেডো শুরু হয়ে যায়
এর যখন গত বছর শেষের দিকে আমাদের দেশে আসে (ইংলিশ ভিলেনের মতো সবার শেষে আসে) তারপর শুরু হয় বাজারের পতন (মানে এ্যাকশন কঠিন এ্যাকশন).......
.... মাঝে আনেক পানি বয়ে গেছে সময়ের সাথে সাথে ..... .....
..............................এবার আসি পোষ্টের আসল কথায়
" প্রথম আলো " - দেশের প্রথম সারির পত্রিকা । শুধু পত্রিকা বললে কম বলা হবে হয়তো। বলা যায় অনেকটা রাষ্ট্রযন্ত্রের ভয়ংকর পুলিশ বন্ধু মতো । তারা যতোই খারাপ কিছু করুক না কেন সব জায়েজ আছে আর আমাদের জন্য " বাঁশ " । তাবে আমার একটি ব্যক্তিগত ধারনা আছে প্রথম আলোর ব্যাপারে আর তাহল " প্রথম আলো হলুদ সাংবাদিকতাকে এক শৈল্পিকতা দান করেছে " ।
দানের সর্বশেষ রুপ প্রকাশ করা গত ২৬ তারিখে শেয়ারবাজার বাঁচাতে ব্যাংকের তহবিল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন , আইএমএফ ও বিশ্বব্যাংকের
রুপ দেখে বাজার দুইদিনে ২৪৭ পয়েন্ট নাই হয়ে গেছে । এখন মনে হয় কারো এই রুপ দেখার মতো অবস্থা নাই । কারন এখন যে কোন সময় ফোর্স সেল শুরু হয়ে যেতে পারে । আর একবার যদি শুরু হয়ে যায় তাহলে হয়তো সূচক ২৫০০ - ৩০০০ এ চলে আসবে (লুইটা কামালের কথা মতো) । আর এই বিষয় বাজার সংশ্লিষ্ট সবায় জানেন । কিন্তু প্রথম আলো .... এদের পেটের ভাত সহজে হজম হয় না । অনেক ক্ষেত্রে ১০/১২ বছর পর্যন্ত লাগে
আইএমএফের মতে এবং আইএমএফ বলছে দিয়ে রিপোট করেছে প্রথম আলো । পরদিন অনেকটা বোমা ফাটানোর মতো করে নিউজ দিল শেয়ার বাজার সংশ্লিষ্ট দৈনিক ষ্টক বাংলাদেশ । যার শিরোনাম একটি জাতীয় দৈনিকের বিতর্কিত প্রতিবেদন , ওয়ার্ল্ড ব্যাংক ও আইএমএফের দায় অস্বীকার
কিছু অংশ তুলে ধরলাম --
"" আন্তর্জাতিক এ সংস্থা দুটি জানিয়েছে, প্রতিবেদনে সূত্র হিসেবে উল্লিখিত যেসব তথ্য তাদের বলে লেখা হয়েছে, তা মোটেও সত্যি নয়। এরকম কোনো প্রতিবেদন বিশ্বব্যাংক বা আইএমএফ তৈরি করেনি, প্রকাশও করেনি। মোটের ওপর পত্রিকার এই মনগড়া প্রতিবেদনের কোনো দায়ই তারা নিতে রাজি হয়নি। ""
"" আইএমএফের অফিস ম্যানেজার গ্লোরিয়া হালদার দৈনিক স্টক বাংলাদেশকে বলেন, এটা আইএমএফের রিপোর্ট নয়। পত্রিকাটি যা করেছে, তা তাদের একান্তই নিজস্ব। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, আইএমএফ কোনো বিষয়ে মতামত জানানোর প্রয়োজন মনে করলে তা প্রেস বিজ্ঞপ্তি বা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে, তবেই প্রকাশ করে থাকে। বিশেষ কোনো পত্রিকার মাধ্যমে কোনো কিছু প্রকাশ করার কোনো চর্চা আইএমএফের নেই। এর দায় কোনোভাবেই আইএমএফ নিতে পারে না। ""
"" বিশ্বব্যাংকের অবস্থান জানতে চাইলে সংস্থার কমিউনিকেশন অফিসার মেহেরিন আহমেদ মাহবুব বলেছেন, গত অক্টোবরে বিশ্বব্যাংক সর্বশেষ অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ করেছে, সেটি সেপ্টেম্বর মাসের হালনাগাদ। এর পর আর কোনো রিপোর্ট প্রকাশ বা প্রচার করেনি। বিশ্বব্যাংকের বরাত দিয়ে পত্রিকাটি কোনো প্রতিবেদন প্রকাশ করে থাকলে তা একান্তই তাদের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে কোনো দায় বিশ্বব্যাংক নেবে না।’ ""
ব্যাংক মালিক সমিতি যে উদ্দোগ নিয়েছে তা গত সপ্তাহে প্রকাশ করা হয় আর আর্ন্তজাতিক সংস্থাগুলোর সর্বশেষ রিপোট প্রকাশ করেছে গত মাসে । এখন প্রশ্ন হল প্রথম আলো কি স্বপ্নে অগ্রীম রিপোট পাইছে যা ডিসেম্বর/জানুয়ারীতে প্রকাশ হবে । নাকি পুরনো রিপোটে অদৃশ্য কিছু লেখা ছিল যা শুধু মাত্র এরাই দেখতে পেল !!!!
স্বপ্ন দেখতে দেখতে দেশটার বারোট বেজে যাবে দেখছি
ব্যাপক ঘুম পাইছে .... আজ এই পর্যন্ত
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




