বন্ধু তোমার বুকের কান্না, চোখের মাঝে এনো না
চোখের মাঝে স্বপ্ন আছে, দৃষ্টি ঝাপসা করো না ।
বন্ধু তোমার বুকের কান্না, চোখের মাঝে এনো না
চোখের মাঝে স্বপ্ন আছে, দৃষ্টি ঝাপসা করো না; বন্ধু তোমার ।
এই যে পথের ক্লান্তিগুলো... ধূলিকণাই সবকিছু নয়
বাঁক পেরোলেই দেখতে পাবে ঝর্ণাধারা বয়ে যায় ।
এই যে পথের ক্লান্তিগুলো... ধূলিকণাই সবকিছু নয়
বাঁক পেরোলেই দেখতে পাবে ঝর্ণাধারা বয়ে যায় ।
পথ চলাতেই শ্রান্তি আসে, তাকে কাছে টেনো না
মোহনবাঁশি শীষ বাজালেই পথের মাঝে থেমো না ।
বন্ধু তোমার বুকের কান্না, চোখের মাঝে এনো না
চোখের মাঝে স্বপ্ন আছে, দৃষ্টি ঝাপসা করো না;বন্ধু তোমার ।
খুব চাওয়া থেকো যা পেয়েছো...ক্ষুদ্র সে তো নয় গো নয়
আর যা কিছু পেলে না আজ তাই যেন গো সবার হয় ।
খুব চাওয়া থেকে যা পেয়েছো...ক্ষুদ্র সে তো নয় গো নয়
আর যা কিছু পেলে না আজ তাই যেনো গো সবার হয় ।
আঙুলে গুণে লাভের হিসেব মানব জনম চলে না
জীবন তরীর মাঝি হলে,সঙ্গী কাউকে খুঁজো না ।
বন্ধু তোমার বুকের কান্না, চোখের মাঝে এনো না
চোখের মাঝে স্বপ্ন আছে, দৃষ্টি ঝাপসা করো না ।
বন্ধু তোমার বুকের কান্না, চোখের মাঝে এনো না
চোখের মাঝে স্বপ্ন আছে, দৃষ্টি ঝাপসা করো না,বন্ধু তোমার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


