প্রেমের বেলায় আমি যে সব সময় একটু অনভিজ্ঞ আর ভারি অলোস তা জানতাম। কলেজে আর ভার্রসিটি তে সব সময় দেখতাম বন্ধুরা ঘন্টার পর ঘন্টা কি অসিম ধয্য নিয়ে প্রেম করে যাচ্ছে। দেখে ভারি বিরক্তি লাগত, মনে হতো একজন মানুষের পিছনে এত সময় ব্যয় করার কি আছে। তাই আর প্রেম করা হয়ে ওঠেনি, তবে প্রেমে যে পড়ি নি তা নয়। কলেজের বন্ধুদের চাপাচাপিতে অবশেষে একটা প্রেম করার সিদ্ধান্ত নিলাম, কলেজের এক মেয়ে কে মনেও ধরল। রাত জেগে অনেক পরিশ্রম করে একটা প্রেমপত্র লিখলাম, সাথে মনের মাধুরি মিশিয়ে লেখা একটি কবিতা। সকালে ক্লাসে গিয়ে সুযোগ খুজতে থাকলাম কখন তার হাতে প্রেমপত্রটি ধরিয়ে দেয়া যায়। হঠাৎ দেখি আমার এক বন্ধুর সাথে মেয়েটি কথা বলচ্ছে। দারুন সুযোগ পেলাম আমার মনের কথাটি বলার, তার আগে ভাবলাম বন্ধুটির সাহায্য চাই। বন্ধুটির কাছে যেতেই সে আমাকে দেখে বলে ওঠল "দোস্ত! আজ ওকে প্রপজ করলাম, ও হ্যাঁ বলল...আমাকে আগে থেকে ও লাইক করত.... "
শুনে মনে হল যাহ্!! আমার বুঝি আর প্রেমটা করা হলনা। শুরুতেই বল্ড আউট...। বন্ধুটি উল্টো আমার কাছে সাহায্য চাইল তাকে একটা সুন্দর প্রেমপত্র লিখে দেবার জন্য, আমি বললাম ক্লাস শেষে দিব। ছুটির পর বন্ধুটির হাতে আমার লেখা প্রেমপত্রটা ধরিয়ে দিয়ে এলাম। পরেরদিন ক্লাসে বন্ধুটির সাথে দেখা হতে বলল "তোর লেখা লাভলেটার টা ওর(মেয়েটির) দারুন পছন্দ হয়েছে, সবচেয়ে ভালোলেগেছে তোর কবিতাখানা। আমাকে আর কয়েকটা লাভলেটার লিখে দিবি কিন্তূ দোস্ত...."
আমি সিন্ধান্ত নিলাম নাহ্!!! আর প্রেম নয়......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





