আমি অর্ধের চেয়ে বেশি
ভাঙ্গার চেয়ে ভালো
ছিন্নের তরে অন্ধের কালো
আমি শুন্য দিয়ে পূর্ণ হয়েছি
চূর্ণ হয়েও ধন্য রয়েছি
পন্য অতি নগন্য আমার তুল্য মূল্য স্বল্প
পন্য অতি নগন্য আমার তুল্য মূল্য স্বল্প
আমি মৃত তটিনীর ডানা ভাঙা কূল
বন্য তরুর ভিন্ন ছেড়া ফুল
আমি বাঁকা চোখের রুক্ষ আকাঁ হাসি
দূর হতে কেউ আর বোলো না ভালোবাসি
আমি অল্প স্বল্প গল্পকথক
যুদ্ধে জিতেও আমি হারা অশোক
তীর হলেও নিশানা ব্যর্থ
বোকা মেয়েটাই ধূর্ত
পন্য অতি নগন্য আমার তুল্য মূল্য স্বল্প ... ...
সরাসরি লিঙ্ক
আমি সুখের বদলে দু:খ নেব না
তোমাকে পারি নিতে।
আমি আমার বদলে
আগুন নেব না
বৃষ্টির ধরনীতে।
যদি সারাদিন ধরে মেঘ চেয়ে চেয়ে
ফিরেই চলে যাই
তবে স্নান করে নেব তোমার চোখে
আসন্ন বরষায়।
কত অজানা কুয়াশা
মেঘ হয়ে হয়ে ডেকেছিল বার বার।
কত অলীক চোখেরা স্বপ্ন দেখালো
বৃষ্টি হয়ে যাবার।
আমি ঠাঁয় বসে আছি আমার পথের আঁধার সামনে
শুধু এঁকে বেকে চলে স্বপনের ধারা আমার ধরনীতে।
যদি সারাদিন ধরে মেঘ চেয়ে চেয়ে
ফিরেই চলে যাই
তবে স্নান করে নেব তোমার চোখে
আসন্ন বরষায়।
তুমি চলে যেতে পার
আকাশের বুকে
যেখানে মেঘেরা শান্ত।
তুমি মুড়ে দিতে পার
বরষা তীর দিয়ে মেঘেদের জল প্রান্ত।
আমি চোখ বুজে বুজে ভেবে নেব
আজ আকাশের ক্লান্তি
আসেনি মেঘেরা আমাকে ভেজাতে
আসেনি আমাকে নিতে।
যদি সারাদিন ধরে মেঘ চেয়ে চেয়ে
ফিরেই চলে যাই
তবে স্নান করে নেব তোমার চোখে
আসন্ন বরষায়।
সরাসরি ডাউনলোড লিঙ্ক
ছেঁড়া ঘুড়ি রঙ্গিন বল
এইটুকুই সম্বল
আর ছিল রোদ্দুরে পাওয়া
বিকেল বেলা।
বাজে বকা রাত্রি দিন
অ্যাস্টেরিক্স টিনটিন
এলোমেল কথা উড়ে যেত
হাসির ঠেলায়
সে হাসি ছুটে যেত গোধুলি মিছিলে
সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে
সে হাসি ছুটে যেত গোধুলি মিছিলে
সবার অলক্ষ্যে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।
গল্পের মত ইশকুল বাড়ি
জমে ওঠা ক্ষত
খেলব না আড়ি
গল্পের মত ইশকুল বাড়ি
জমে ওঠা ক্ষত
খেলব না আড়ি
সে খেলা কানাগলি
রোজ চুপিসারে
এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।
বইমেলা ধূলো গার্গি শ্রেয়সী
চেনা মুখগুলো
পরিচিত হাসি
বইমেলা ধূলো গার্গি শ্রেয়সী
চেনা মুখগুলো
পরিচিত হাসি
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনি সে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।
ছেঁড়া ছবি স্ফটিক জল
এইটুকু সম্বল
বাদ বাকি রোদ চলে যাওয়া বিকেল বেলা
একঘেয়ে ক্লান্ত দিন ক্যাম্পোজ-অ্যাসপিরিন
যানজটে দেরি হয়ে গেল বিকাল বেলা
মরা মাছের চোখ যায় যদ্দুরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।
সরাসরি ডাউনলোড লিঙ্ক
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১০ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




