ব্লগের মডারেশন নিয়ে অভিযোগ, অনুযোগ সেই ব্লগ শুরু থেকেই। ব্লগের মডারেটররাই একমাত্র ব্যক্তি যাদের সম্পর্কে কটুক্তি করে ব্লগের আপামর জনতা ।
মডারেটররা যাদের চোখে যেমন
১।জামাত-শিবিরদের চোখে: ব্লগ বাকশালভুতে আক্রান্ত। মডারেটর একজন বাকশালী।
২।আওয়ামীপন্থীদের চোখে:ব্লগে বিএনপিমনা আর ছাগুদের অভরায়ন্য। মডুরা প্রকাশ্য তাদের সাপোর্ট দেন। নিশ্চিত জামাতীদের শেয়ার আছে।
৩।গালিবাজের চোখে: মডু, অন্যের গালি চোখে পড়েনা, গালি আমার গালি চোখে পড়ে
৪।নাস্তিকদের চোখে: ব্লগে মুক্তমনা আর প্রগতিশীলতা চর্চার অবস্থা নেই । মডুরা ব্লগে পরিবেশ তৈরি করতে পারে নাই। ধর্মান্ধ ঊন্মাদ দিয়ে ব্লগে ভরে গ্যাছে।
৫।আস্তিকদের চোখে: ব্লগ পুরোই নাস্তিক দিয়ে ভরা, মডারেটরদের পক্ষ থেকে নাস্তিকদের স্থান দেওয়া হয়।
মোট কথা হচ্ছে, ব্লগে মডারেটিং নিয়ে কারো সন্তুষ্টি নেই। স্বাভাবিক ব্যাপার, এই ব্লগে প্রায় সকল মতের মিলনমেলা। কারো মুখ চেপে ধরা মডারেটরদের পক্ষ থেকে সম্ভব নয়।একারণেই কেউ পুরোপুরি সন্তুষ্ট নয়।
ইদানিং, কয়েকটা পোস্ট চোখে পড়তেছে মডারেটিং নিয়ে রক্তপ্রসব বিপ্লবী টাইপ পোস্ট। তারা কারা? তারা এইযে এক দুই বছর যাবত ব্লগিং করতেছে কৈ? কোনদিন তো দেখলাম না, মডারেটিং নিয়ে কোন মন্তব্য বা বিপ্লবী কমেন্ট করতে।
এখন করার কারণ কি? আমাদের মডারেটিং নিয়ে রাগ, ইমোশনকে কারো ব্যক্তিস্বার্থে ইউজ হচ্ছে কিনা? সেটা খেয়াল করুন।
ব্লগে যখন নাস্তিকরা আমাদের নবী রাসুলকে নিয়ে গালি দিতো কোনদিন তো দেখলাম না এরা মডারেটরদের বিরুদ্ধে পোস্ট দিতে।
ব্লগে যখন ভারতীয় দালালরা ব্লগে দালালী করত তখন তো এদের দেখিনি কোনদিন মডারেটিং নিয়ে উচ্চবাচ্য করতে।
ব্লগে যখন জামাতীরা নিজামী-গোলাম আযমকে মহাপুরুষ বানিয়ে পোস্ট দিতো তখন তাদের কখনও পাওয়া যায়নি
ঐদিন থেকে এই বিপ্লবী পক্ষকে দেখা যাচ্ছে , যেদিন একজন বিখ্যাত ব্লগার ব্লগে নোংরামী শেষ সীমায় পৌছে গিয়ে ব্যান খেয়েছে। এখন, উনাদের টনক পড়েছে যে মডারেটরা পাপিষ্ঠ, এরা ব্লগের লুলামিধাকার লুন্ঠিত করে।
সুতরাং, আন্দোলন চাই, বিপ্লব চাই, পাপিষ্ঠ মডুদের হাত ভেংগে দাও
সুতরাং, বিজ্ঞ ব্লগাররা কাদের ইমোশনাল বিপ্লবের ফাঁদের দিয়ে নিজেরাই একটা নোংরা খেলার অংশ হচ্ছেন, খুব ভালোভাবে খেয়াল করে। ব্লগের মডারেটরদের নিয়ে আপনার, আমার সবার অভিযোগ আছে, এবং সেটা বলার অধিকার আছে, কিন্তু এমন কারো সাথে গলা মিলাব না, যারা একজন মামার ভাগ্নে হিসাবে মামার ব্যানের দু:খে বিপ্লব করতেছে। এগুলো স্রেফ ভন্ডামী।
সুতরাং মহান ডায়লগ দিলাম- ভন্ডামী দ্যাক্তে পারিনা।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১২ রাত ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




