আমার ভোট দেবার যোগ্যতা হয়েছে সেই ২০০১ এর নির্বাচন থেকেই, কিন্তূ ভোট দিতে যাইনি, আসলে যাওয়ার ইচ্ছেও হয়নি। কোন ভাল মানুষ নির্বাচন করতে না পারি, অন্তত আমার ভোটে কোন খারাপ মানুষ যেন নির্বাচিত না হয় তাই চেয়েছি। আর তাছাড়া ভোটার ছিলাম আমার স্থায়ী ঠিকানায়, এ অস্থায়ী ঢাকায় অধিকাংশ সময় পার করায় শুধু ভোট দিতে আর শেকড়ে ফেরা হয়নি।
২০০৬- এর নির্বাচনেই ভেবেছিলাম যদি "না" ভোট দেয়ার উপায় থাকতো তো দিতাম। "না" ভোট দেয়ার অধিকার নিয়ে ক্যাম্পেইন শুরু করার কথাওও ভেবেছিলাম তখন। কিন্তু যেখানে নির্বাচনই তখন অনিশ্চিত ছিলো, কোন তৎপরতা আর শুরু করা হয়নি। আর ১/১১-এর পর এই নতুন নির্বাচনে অনেক নিয়ম পাল্টানোর সাথে সাথে "না" ভোট দেয়ার অধিকার পেয়ে খুব খুশিই হয়েছিলাম। কিন্তু খুব খটকা লেগেছে এ কারনে যে এই তত্বাবধায়ক সরকার কারন ছাড়া কোন কাজই তো করে না। তবে না চাইতেই এ বৃষ্টির কারনটা কি?
এ সরকার চেয়েছে বড় দুইটি রাজনৈতিক দল বাদ দিয়ে অন্য কাওকে পৃষ্ঠপোষকতা করার, তাদের কাজে তাই মনে হয়েছে। কিন্তু রাজনীতির খেলায় রাজনীতিবিদরাই যে সবচেয়ে ভালো খেলোয়ার তা বেশ ভাল ভাবেই বোঝা গেল। এখন কি তাহলে এ সরকারের শেষ ভরসা "না" ভোট?
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




