গত পরশুদিন আমাগো দেশের স্থানীয় সরকার মন্ত্রী বলেই দিছেন "জনপ্রতিনিধিরা সব কিছুর উর্ধ্বে"। গতকাল সে কথারই প্রমাণ দিতেই বোধহয় কামরাঙ্গীর চর থানার সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবার সামনে অস্ত্র বের করে নির্বিচারে গুলি করলো, আর হ্ত্যা করলো হাসান মিয়া নামমের এক নিরিহ মানুষকে, আহত করলো আরও ৫জনকে।
হাজার হলেও তো সে জনপ্রতিনিধি, স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্য মতে সে তো এসব করতেই পারে!
----------------------------------------------------------------------------------
কবে যে আমাগো দেশের মন্ত্রীরা দায়িত্বশীল হবে!
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৯ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




