সামুতে ছাগুদের উৎপাত থেকে দূরে থাকার জন্য অনেক ব্লগাররাই নানা উপায়ে চেষ্টা করেছেন, কেউ কেউ ছাগুদের নামের লিস্ট করে দিয়েছেন সবার সুবিধার্থে। আমিও আসলে এই ছাগুদের থেকে দূরে থাকতে চাই। আমার এ প্রস্তাবটাও সে কারনে।
ব্লগে সবচেয়ে বেশি মাইনাস পায় কারা? আমার মনেহয় ছাগুরা। তাই ব্লগার পরিসংখ্যানে যদি মোট পোস্টের সংখ্যা, মন্তব্যের সংখ্যার সাথে মোট কয়টা মাইনাস পেয়েছে আর কয়টা প্লাস পেয়েছে তার পরিসংখ্যানটা থাকতো তবে ছাগু চিনতে আমাদের সবারই সুবিধা হত, তাই না?
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৯ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




