কিন্তু কাহিনী হইলো তার এই বক্তব্য দেয়ার কারন কি? আমার যেগুলা মনে হইলো, লিখা দিলাম। দ্যাখেন তো আপনাদের সাথে মেলে কি না?
১. ইউনুসের এই কাহিনীতে জনগন ইউনুসের উপর বিরাট নাখোস হইছে। আসলে হাসিনা যাহা বলেছেন তা আসলে জনগনেরই বক্তব্য। উনি তো জননেত্রী, তাই উনার মুখ থেকে জনগনের বক্তব্যই বাইর হইয়া আসছে।
২. হাসিনার মনে একটা খায়েস ছিলো উনিই বাঙালী হিসাবে প্রথম শান্তিতে নোবেলটা নিবেন। কিন্তু তাহার আগেই ইউনুস বেটা নোবেল পাইয়া যাওয়াতে উনি অনেক আগে থেকেই তাহার উপর নাখোস ছিলেন। এই সুযোগে তিনি তাহাকে কায়দা মত পাইছেন। সুতরাং তার সৎ ব্যবহার উনি করেছেন।
৩. ইউনুস এই কাহিনীর মাধ্যমে যে টাকাটা ফাকি দিছেন সেই করের টাকাটাতো সরকারের পাওয়ার কথা ছিলো। সুতারাং সরকারের টাকা মেরে দেয়ার অপরাধে সরকারের পক্ষে তিনি ঐ বক্তব্য দিছেন।
৪. কোন কারনে তার কাছে খবর গেছে যে বিএনপি ইউনুস সাহেবের বিপক্ষে অবস্থান নিয়া এইটারে একটা রাজনৈতিক ইস্যু বানাইতে পারে। তাই আগে থেকেই তিনি তার অবস্থান জানায়া দিলেন। এখন বিএনপি চাইলেও এইটারে ইস্যু বানাইতে পারবে না।
আপনার কি মনে হয়?
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




