মন মোর মেঘের সঙ্গী,
উড়ে চলে দিগ্দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম॥
মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে।
ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে।
কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী
ডাক দেয় প্রলয়-আহ্বানে॥
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে।
মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল-তমাল-অরণ্যে
ক্ষুব্ধ শাখার আন্দোলনে॥
প্রতিনিয়ত স্বপ্ন দেখি। সপ্নের ডানায় ভর করে উড়ে যায় নীলে। মেঘবালিকা আদর মাখা বুলিতে স্বপ্নকে বাড়িয়ে দেয় বহুগুনে। মেঘের তালে তালে মন উড়ে যায় বহুদূরে। মেঘবালিকা-প্রজাপতি বালক মিলে গড়ে তোলে অনবদ্য জুটি। মেঘু আমি এসেছি। স্বপ্ন দেখার শুরু এখানেই। থাকলাম তোমার অপেক্ষায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





