শ্রাবু,
ভাল নেই আমি । মন খুব খারাপ। সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। যেটা ভেবে শুরু করেছিলাম তার কোনটাই করতে পারছি না। একদম অগোছালো সবকিছু। একদম.............
একসময় ভাবতাম সবকিছু আমার অনুকুলে। তুমিই আমার যোগ্য নয়। তোমাকে নিজের হাতে গড়ে নেব আমি। আমার মনের মতো করে। একদম পারফেক্ট করে। এত কিউট করে যে আমিই অবাক হব তোমাকে দেখে। এখন মনে হচ্ছে আমিই তোমার যোগ্য নয়। কোন কাজে আগ্রহ নেই.... কেমন যেন হতাশ হয়ে আছি.......
আমার খুব ভয় হচ্ছে হয়ত আমিই তোমার অযোগ্য হয়ে যাব শেষ পর্যন্ত। যেরকম দ্রুততার সাথে অপ্রতিরোধ্যতার শিখরে উঠেছিলাম, তেমনি দ্রুততার সাথে আমাকে হয়ত সবকিছু হারাতে হবে হয়ত।
কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু না। অথচ এক সময় কত স্বপ্ন ছিল। সবকিছু হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে। কিচ্ছু ভাল লাগে না। কারও সাথে ফোনে কথা বলতেও ইচ্ছা করে না। মেজাজ কেমন যেন চড়া থাকছে সবসময়, কিন্তু মন শুধু কাদছে।
যতই কষ্ট হোক পরীক্ষার ভেতর তোমাকে আর জ্বালাব না। কিন্তু ভয় হয় তোমার পরীক্ষার পর হয়তো আমি তোমাকে তোমার প্রাপ্যটুকু দিতে পারব না।
বিশ্বস কর, এখন সত্যিই তোমাকে আমার জন্য পারফেক্ট মনে হয়। তোমার সাথে কারও তুলনা করতে পারিনা। কিন্তু আমি কেন নিঃশেষ হয়ে যাচ্ছি বুঝতে পারি না। ভয় পেয় না। আমি কখনও স্মোকিং করিনি বা নেশাও করিনি। ভবিষ্যতেও করব না ইনশাল্লাহ।
নিজের প্রতি আস্থা কমতেই থাকছে রোজ রোজ। ক্লাশমেটরা সবাই স্বপ্ন দেখে বিদেশ যাবে, কে কত বেতনের চাকুরী করবে ইত্যাদি ইত্যাদি......... আমি এসবে আগ্রহ পায় না। অথচ বছর কয়েক আগে বাংলাদেশে আমার চেয়ে ভাল একটা স্টুডেন্ট থাকলেও তার সাথে কম্পিটিশান করার জন্য মুখিয়ে থাকতাম। তাকে না হারানো পর্যন্ত শান্তি পেতাম না।
কেন আমি ক্ষয়ে যাচ্ছি শ্রাবু? যখন এসব ভাবি শুধু কান্না পায়, কারও সাথে কথা বলতে ভাল লাগে না। এখন আমি একা একা থাকি। কারও সাথে কথা বলিনা, আগের মত অসংখ্য ফ্রেন্ডও নাই। চুপচাপ ঘরে বসে থাকি, বাইরে যায় না।
একটা জিনিস ভাল হয়েছে। আগের মত ক্লাশ ফাকি দিই না। সব ক্লাশ করি, কিন্তু মনোযোগ দিই না। ক্লাশ করতে করতে হঠাৎ কি যেন ভাবতে থাকি। মিনিট কয়েক পর আবার ক্লাশে মনোযোগ আসে।
ক্লাশ এইটে বৃত্তি পরীক্ষার সময় তোমাকে বলেছিলাম, " শ্রাবু, আমার ব্যর্থতাটা তুমি পূরণ কর না প্লিজ। জীবনে এই এক জায়গায় আমি ব্যর্থ। প্লিজ, আমার ব্যর্থতা তুমি পূরন কর "। তুমি আমার কথা রেখেছ। আরেকবার রাখ প্লিজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





