
ভারী সমস্যায় পড়া গেল!
নতুন ব্লগার বিধায় কোথাও কোন মন্তব্য করতে পারছি না, আবার নিজের ব্লগেও কারো কোন চরণধূলি পড়ছে না।
কত ভাব নিয়ে আগের পোস্টটা লিখলাম, ভাবলাম অমিত বাবুর (শেষের কবিতা) আগমনীসভার মত ব্লগে একটা ঘূর্ণিঝড় বয়ে যাবে!
হায়রে কপাল আমার! বুঝতে পারছি, এতদিন খুব সম্ভবত সিজোফ্রেনিয়ায় আক্রান্ত থেকে স্বপ্নে বিচরণ করে বেড়াতাম।
এবারে স্বপ্নভঙ্গ হয়েছে অবশেষে।
হে সম্মানিত পাঠক!
আপনার কাছে আমার সবিনয় নিবেদন, যদি আমার কোন পোস্ট আপনার "মনে ধরে", তবে অনুগ্রহপূর্বক "পিলাচ" প্রদান করে এই অধম কে চিরবাধিত করবেন। আমার লেখা কতখানি গতিশীল? আমার ব্লগ ভ্রমণের অন্যতম উদ্দেশ্য ছিল নিজের লেখার গ্রহণযোগ্যতা কিংবা সাবলীলতা যাচাই করে নেওয়া। আর নিজের বিমূর্ত চিন্তাগুলোকে বাংলা হরফে রূপান্তর করবার আনন্দ তো রয়েছেই।
বুদ্ধিমান পাঠক, এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে, এই পোস্টের টাইটেলটি হল "ভুয়া"।
আপনাদের মনোযোগ কেড়ে নেওয়াই ছিল এই টাইটেলের এক ও অদ্বিতীয় উদ্দেশ্য।
কষ্ট করে এতটা পড়বার (নাকি গলাধ:করণ করবার) জন্য শুকরিয়া!
ইস্!
যদি অমিত বাবুর মত
ব্লগে ঘূর্নিঝড় তুলে লিখতে পারতাম.........
"আনিলাম
অপরিচিতের নাম
ধরণীতে,
পরিচিত জনতার সরণীতে।
আমি আগন্ত্তক,
আমি জনগণের প্রচন্ড কৌতুক।
খোল দ্বার
বার্তা আনিয়াছি বিধাতার।"
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১০ ভোর ৬:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




