স্বাধীনতার ইমেজটা অনেকটা এমনই বোধ হ্য়। স্বাধীনতার কথা মনে হলেই চোখের সামনে ভেসে উঠবে লাল সবুজ পতাকা হাতে একদল শিশুর দুরন্ত দৌড়।
আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা, মানবাধিকার, ন্যায় বিচার, নিরাপত্তা, শিক্ষা, কুসংস্কার থেকে মুক্তি, মৌলিক অধিকার - কিছুই যখন নেই; তখন মনের মাঝে প্রশ্ন জাগে - আমরা কি আসলেই স্বাধীন?
সবাই যাই বলুক, মন কিন্তু ঠিকই জানে আসল খবরটা। কানে কানে তোমাকেও বলি বন্ধু - আমরা আসলে স্বাধীন নই, আমরা আসলে স্বাধীন নই, আমরা আসলে স্বাধীন নই। নই। নই। ........ আমরা আজও পরাধীন।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




