ঠান্ডা সকাল - ঠান্ডা মনে আছি, সময়টা থেমে গেলে ......
১) বেচে যেতাম - কাজ করতে হতো না
২) কেয়ামত হতো কি?
৩) সময় কি আবার শুরু হতো?
৪) অনুভুতি স্হির হয়ে যেত।
৫) আমি কি মরে যেতাম?
------- থাক - সময়, তোমার স্হির হওয়া লাগবেনা, ভাল মন্দ মিলিয়ে চালিয়ে যাও।
১) আমি বেচে থাকতে চাই।
২) আবার আরেকটা সুন্দর সকালের জন্য মন নিরবে পথ চেয়ে থাকব।
৩) হয়তো এমন সময় আর আসবেনা।
------- কাজ করে যাই - সময় তোমাকে সাজাতে।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




