
১. আমরা সমাজের যে কোন অসঙ্গতি হলেই বলি এরকম যদি মন্ত্রী, এমপি, রাজনীতিবিদদের সাথে হতো তাহলে তারা ঠিকই ব্যবস্থা নিতেন। যেমন -
* ঢাকার যানজট ও সিটি সার্ভিস নিয়ে বলা হয় "তারাও যদি সিটি বাসে চড়তেন"...
* পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেশন জট আর ক্যাম্পাস মারামারি নিয়ে বলা হয়, "তাদের সন্তানরাও যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেন"...
* ছাত্র রাজনীতির মারামারির ব্যপারে বলা হয়, "তাদের সন্তানরাও যদি ছাত্র রাজনীতি করতেন"
* খুন, ধর্ষণের বিচার না পাওয়ার ব্যপারে বলা হয়, "তাদের পরিবারেও যদি এমন হত"...
* সমাজের যত অন্যায়, অনাচার যদি তাদের বেলায়ও ঘটত...
২. গত কয়েকদিনে পর পর কয়েকটি ঘটনায় কারো হাত, কারো পা, কারো জীবন চলে যাওয়ার পর এখন বলতেই হচ্ছে, "যদি তাদের পরিবারের কেউ এভাবে হাত হারাত, তাহলে হয়তো তেনারা রাস্তার পরিবেশ আরো উন্নত করতেন। শুধু গরু, ছাগল চেনা আর মদদীদের ড্রাইভিং লাইসেন্স দিতেন না, রাস্তায় ড্রাইভারদের অসুস্থ প্রতিযোগীতা বন্ধ করতেন, মালিকদের চাপ দিতেন ড্রাইভারদের নিয়ন্ত্রণ করার জন্য, রাজধানী তথা সারা দেশের জন্য সুন্দর একটা রুট তৈরি করতেন..."
৩. বাংলাদেশে যে কোন একটা ঘটনা ঘটলে তা পরপর ঘটতে থাকে। কিন্তু নীতি নির্ধারকরা এতই ব্যস্ত নিজের আখের গোছানোতে যে, কারোই হুঁশ থাকে না এসব ব্যপারে। কবে সেই সরকারপ্রধান আসবে যে বিরোধী দলের পেছনে সময় ব্যয় না করে দেশের পেছনে ব্যয় করবে? কবে সেই সরকারপ্রধান আসবে যে, তাঁর জনগণের কষ্ট নিজের কষ্ট হিসেবেই দেখবেন? কবে সেই সরকারপ্রধান আসবেন যিনি সুশাসন দিয়ে বলতে পারবেন, "ইয়েস, উই ক্যান"?...
(ভয়ংকর হাত কাটার ছবি ইচ্ছে করে দেইনি)
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




