একটি শব্দকে অর্জন করতে হয় এটা অনেকের কাছেই হয়তো হাস্যকর শোনাবে.... কিন্ত একটি শব্দকে অর্জন করা জাতি হিসেবে আজ সকলের জন্যই জরুরি হয়ে দঁাড়িয়েছে...
শব্দটি খুব ছোট্ট মাত্র দুটি বর্ণের - `ভালো'.... যা শুনতেই অন্যরকমের একটা আবহ সৃষ্টি হয় মনের ভেতর....!
কিন্তু প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পর্যায়ে...এই শব্দটির চর্চা করার প্রয়োজনীয়তা কতজনই বা অনুভব করি আমরা? আর কতজনই বা এর চর্চায় নিজেদের ব্যাপৃত রেখেছি নিরলস ও নিরবিচ্ছিন্নভাবে...?
আমাদের...পরিবার, সমাজ, দেশ, দেশ ছাপিয়ে আন্তর্জাতিক সকল ক্ষেত্রে সকল বিষয়ে...ভালো চিন্তা...ভালো কাজ..ভালো মানুষ...সব কিছুতেই `ভালো' দরকার....বড় বেশি প্রয়োজন দেখা দিয়েছে.....!! চারপাশে তাকালে এর গুরুত্ব কতটুকু তা নিশ্চয়ই আমরা টের পাই...মানুষগুলো কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে...দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বিনষ্ট হয়ে যাচ্ছে....দেশের তরুণ সমাজ সৃজনশীল কাজে নিজেদের যুক্ত রাখার ও অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্র খুঁজে পাচ্ছে না..., দুর্নীতি, দারিদ্র্য, বৈষম্য..........আরো কত্তকিছু..............!!!!!
তাই আসুন আমরা সকলে মিলে `ভালো' চিন্তা করি...ভালো কাজ করি.....
আজ প্রথম আলোতে মতিউর রহমানের `আসুন, বদলে যাওয়ার শপথ নিই' পড়লাম। যথার্থই তিনি বলেছেন....আগে নিজেকে বদলাতে হবে....আশা ও বিশ্বাস করি, বিষয়টি সকলেরই উপলব্ধিতে আনতে ও জীবনে এর নিরবিচ্ছিন্ন চর্চা রাখতে আমরা সমর্থ হবো....
পরিশেষে, তাই আবারো আহ্বান জানাবো, আসুন আর দেরি না করে সকলে মিলে সকল `ভালো'কে অর্জন করার প্রয়াস চালাই...একসাথে ভালো হয়ে উঠি সকলে.....যার মধ্য দিয়ে দেশ পাবে সমৃদ্ধ এক নতুন ঠিকানা....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




