আছো যতো বাচ্চা রাজাকারের,
গিয়ে মরে করো শান্ত তাদের।
বড্ড তাদের হয়েছে জ্বালা প্রাণের,
প্রমান চেয়েছো ধর্ষণ আর খুনের।
অমি পিয়াল পোস্ট করেছেন এত্ত,
পড়েও তোদের ফিরলো না যে চিত্ত!
বেলি্লক তোরা, রামছাগলের দল;
প্রমান তোদের আর কি চাই বল?
বলেছে মহুয়া, বসু স্রেয়শী এবং মাসুদা ভাট্টি;
নত মস্তকে মেনে নাওনি প্রমান গাট্টি, গাট্টি।
প্রমান না ছাই পেপার কাটিং হেসে বলেছো, "sucker,
এতে কি আর প্রমানিত হয় আমার বাবা fucker?"
এই শুনিয়া চেতিয়া গিয়া দাড়াইলো পাছে, পাছে;
মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধির ব্যাবসায়ী যত আছে।
অপ, মুখা আর ড্রাভিড ছিল ওই লাইনের নেতা;
খ্যাতি পেলে "বেজন্মা"র, যদিও জানোনা কী তা।
প্রমান কেন করতে হবে তোর বাপ রাজাকার!
তোর বাপের কীর্তির কথা আছে না জানা কার?
কারো জানা না থাকলোইবা, সমস্যাটা কোনখানে?
আমিই না হয় ধর্ষিতা সেজে সাক্ষী দেবো এইখানে।
তখন কোথায় মুখ লুকাবি রাজাকারের বাচ্চারা,
আমার মাথা এমনেই আউলা, কথা বলি খাপ ছাড়া।
খাপ ছাড়া এই কথার চোটে তোর বাপ যদি যায় ফেঁসে,
নাস্তিক আর মুরতাদেরা নাচবে হেসে হেসে।
----------------------------------------------
আমার মনে হয় কবিতাটা (নাকি ছড়া?) বেশি জোস হয়া গেছে :-) অনেকেই হজম করতে পারবোনা। এর একটা ভালো নাম খুজতেছি। সাহায্য করতে পারেন। ভুল-টুল (বানান, যতি চিহ্ন ইত্যাদি) চোখে পড়লে ধরায়া দিয়েন। সাজেশন থাকলে দিতে কার্পন্য কইরেন না। ভালো লাগলেও মন্তব্য কইরেন, না লাগলেও কইরেন। আর কবি হিসেবে আমার ভবিষ্যত কি উজ্জল নাকি অন্ধকার সেইটাও বইলেন। আপনাদের দোয়া ও গালি প্রার্থী - বিদ্রোহী।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০০৬ ভোর ৪:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





