একুশ শুধুএকটি দিন নয়
একুশ মধ্যরাতের প্রথম প্রহর নয়
একুশ আয়নায় নিজেকে দেখা-
একুশ জীবন যাপনের অংকিত চেতন রেখা।
একুশ আত্মমর্যাদার,
একুশ আত্মপরিচয় জাগৃতির;
একুশ অবগাহনের শুদ্ধতা স্নান
একুশের চেতনায়, স্বকীয়তা আঁকা।
একুশ সার্বভৌমত্বের
একুশ জাত্যাভিমানের
একুশ সার্বজনীনতার বর্ণমালা
একুশ অধিকার, স্বাধীকারের মেলা ।
একুশ দূরন্ত কালবোশেখি
একুশ তছনছ করে দেয়া মুখ ও মুখোশ
একুশ হৃদয়ে ৫২’র শুদ্ধ আবেশ-
একুশ রক্তস্নাত পবিত্র চেতনাংকুশ ।
একুশে এসো, রাজপথে নগ্ন পায়ে
হৃদয়ে শুভ্রতা মেখে-
একুশের জাগ্রত প্রহরে; লয়ে,
একুশে হৃদয়কে জাগিয়ে তোলার দৃপ্ত আশ্বাস।
একুশে নত মস্তকে স্মরণ করো শহীদদের-
শির উঁচু করে বাঁচবার অঙ্গিকারে
চোখের জল মুছে- চোখে আগুন জ্বালো
একুশের চেতনা বাস্তবায়নের দৃঢ় শপথে।
করকমলে: প্রিয় সিনিয়র খায়রুল আহসান ভায়া
যার নিত্য খোঁজ খবরে সব পাশে রেখেও সামুতে ছুটে আসা।

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




