কয়েক বছর আগে এই দিন হাত ভর্তি(২৫/৩০টি) গোলাপ নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে ছিলাম ঘন্টা দুয়েক। তিনি ফোনে এই আসি এই আসি বলে আমাকে অপেক্ষায় রাখলেন। রাস্তার লোক জনের কৌতুক ভরা চাহুনি উপেক্ষা করেছি খুব কষ্টে। তখন্ও তার পুরো সম্মতি পাইনি তো ... তাই অপেক্ষার কস্ট নিরবে সহ্য করা ছাড়া কিছুই করার ছিল না।
খুবই মেজাজ খারাপ হচ্ছিল। মাঝে একবার মনে হল ধুর ফিরে যাই। এসময় দেখলাম মোড় ঘুরে তার গাড়ী আসছে। কাছে আসতে বুঝলাম আমার অনুরোধ সে রেখেছে, শাড়ীতে তাকে অপূর্ব লাগছে। শাড়ীতে অনভ্যস্ত থাকায় গাড়ী থেকে নামছে খুব সাবধানে। টেনে টুনে শাড়ীর আচল সামলাতে সামলাতে, টুন টুন করে হাত ভর্তি চুড়ির শব্দ ছড়াতে ছড়াতে আমার সামনে এসে দাড়ালো। বলল - "দেখেন দেরী করার জন্য আপনি দায়ী ... আমার শাড়ী পরার অভ্যাস নাই"। ততক্ষনে আমার রাগের স্থান দখল করে নিয়েছে মুগ্ধতা - আমি নির্বাক।
আজ আমাদের প্রথম এভাবে দেখা। এর আগে পরিচয় ছিল, ফোনে কথাও হয়েছে, কিন্তু এভাবে কখোন শুধু দুজনের দেখা হয়নি। এই দিনের জন্য আমি কিছু কথা সাজিয়ে রেখেছিলাম। কিন্তু কোন কথাই আর বলতে পারছিলাম না। শুধু তার দিকে তাকিয়ে তাকিয়ে মৃদু হাসছিলাম। সে কপট রাগে বলল-"এ ভাবে বোকার মত তাকিয়ে তাকিয়ে হাসবেন নাতো.."। আমি তার চোখের দিকে তাকিয়ে নিশ্চিত বুঝেছিলাম আমার মুগ্ধতা তাকে মোটেও রাগান্নিত করেনি, তাহলে ওই কোমল ঠোটে লাজুক হাসির মৃদু রেখা থাকতো না।
এর পর দুজনে উত্তরা গেলাম। হ্যালভেশিয়ায় বসলাম কিছুক্ষন। সে দিন কেমন জানি একটা উলট পালট দিন ছিল। কেন জানি চার পাশের সব কিছু অযথাই খুব ভাল লাগছিল। ট্রাফিক জ্যামে বিরক্ত হচ্ছিলাম না, ওয়েটার কে মনে হচ্ছিল বাড়ির পাশের মানুষ। পাশের টেবিলে তিন/চার বছর বয়সী এক মেয়ে কাঁদছে। মনে হল গিয়ে একটু আদর করে দিয়ে আসি।
আমার ভেতরে হঠাৎ করে কোথায় কি যেন ভেঙে চুরে অদল বদল হয়ে অন্য এক আমি হয়ে গেছি। নেশাতুর ঘোর লাগা চোখে দেখি চার পাশের সবকিছু সুন্দর। তার মাঝে সুন্দরতম সে...। খাবারের উপর তার চারু হাতের সঞ্চালন... মেরুন নেইল পলিশ... দুহাত ভর্তি চুড়ি... আঁকা ঠোটের লাজুক হাসি...নাকে ছোট্ট নাকফুল.. গলায় চিকন একটি চেইন... শাড়ীর আচলের মিহিন কারুকাজ...সবকিছু ...সবকিছু অসম্ভব সুন্দর...।
সেই দিন থেকে সে আমার "তুমি"।
বি:দ্র:
সে আজ সংসারী । তবে..... আমার সঙে নয়।
যে নেশায় আমি মুগ্ধ ছিলাম তাতে এখনও আমি বিভোর হলেও তার নেশা কেটেছে কয়েক বছরের মধ্যেই।
তবে আমার কেন সেই দিনের সেই নেশা এখনও কাটে না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



