তারমধ্যে সে সবসময় আধাঘন্টা ১ ঘন্টা লেইট। (আম্মাআআ)
প্রতিক্ষা করতে করতে আমার মেজাজ তো সপ্তমে চড়ে যায়!!!
ঠিক এরকমই একটা সময় সে এসে যখন দাড়ায়! আজব কান্ড, মুহুর্তের মধ্যে কই যেন উড়ে যায় আমার যত রাগ। এক ফালি খুশির হাসি নিয়ে দাড়াই তার সামনে।
এবার অবশ্য আমি আমাকে লুকিয়ে ছিলাম একটু আড়ালে। দেখছিলাম তার আসা। সে আমাকে খুজেই পাচ্ছিল না। বাহ সে আমাকে দেখলও না, খুজলোও না। আমার পিছনে থাম্বার আড়ালে বসে খালি কল দেয়। হায়রে আমার মোবাইল, মোটেও রোমান্টিক না।
আর রাতে কথা হলে প্রায়ই দেখা যায়, কথা বলতে বলতেই ঘুমিয়ে গেছে আমার কুট্টুস বরটা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




