এই কথাটা আমাকে ভীষনভাবে নাড়া দিয়েছিল, জানো কি তা?
তোমাকে রাত দুটোর সময় কল দিলাম বলে বকা দাও কেন? কেন কল দিই বোঝ না? আমার যে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, ঘুম আসে না, আমি কি করব?
আমার উপর রাগ করো কেন হুম? জ্বালাই বলে? আরও জ্বালাব। আমার ১টা মাত্র বর, জ্বালাব না? বলে কি? আর যদি আমাকে ভুল বোঝ, তাহলে আরও জ্বালাব, হুম। যত্তসব। তুমি যে আমাকে জ্বালাও তখন মনে থাকে না? খালি আমার মাথার মধ্যে ঢুকে বসে থাকো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




