মায়ার আঁচাল আজ আর ওড়েনা--
সুখ-দু:খের বাঁধ ভেঙ্গে।
উদ্ভাসীত হয়েছে আজ সীমারের হৃদপীন্ড,
আপন পাজড়ে।
অতীত ভুলে বর্তমানে আসক্ত খেয়ালে,
ভবিষ্যত এর বক্ষে পড়েছি খঞ্জর হস্তে।
প্রাণের যৌবনের ধারায় ফুটান্ত লোহিত কণিকা,
প্রাণের মালীকে করেছি পর-
বেগবান তনু-মন অগ্রগামী,
বাস্তবতায় পেতে হবে অসীম সুখের সমাহার।
কোনটা আপন-কোনটা পর,
কি সত্য আর কি মিথ্যাচার,
সবটাই ঘিরে সুখ আর সুখ।
এভাবে দিকবিদীক আগ্রাসনে পথচলা-
হাঠাত স্থীর সামনে সুন্শান-শ্মশান,
দিশেহারা প্রাপ্তীর ঝুলি শূণ্য।
জীবন শায়েন্নে এ কেমন স্থীরতা?
বড় একা আজ, প্রয়োজন আজ প্রাণের মালী।
কিন্তু কোথায় পাব তারে?
তাকে ফেলে এসেছি--
অবহেলায় অনেক অনেক দূরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




