আপনি মানবাধিকার নিয়ে জন্মেছেন। এটা খোঁজ করুন, জানুন এবং অন্যকে বলুন। জতিসংঘের আর্ন্তজাতীক মানবাধিকার ঘোষনা মতে ধারা গুলো হল (এটা হুবহ জাতিসংঘের ভাষায় নয়, বরং আবহে আমার মত )-
১. সমস্ত মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহন করে।আমাদের নিজস্ব বিবেক এবং বুদ্ধি আছে। সুতরাং সবারই একে অপরের প্রতি ভ্রাতৃত্বসুলভ আচরন করা উচিত।
২. বৈষম্য ঠিক নয়।যত বৈচিত্র থাক মানবাধিকার প্রশ্নে কোন বৈষম্য ঠিক নয়।
৩. জীবনের অধিকার।আমাদের সবার স্বধীন এবং নিরাপদভাবে বেঁচে থাকার অধিকার আছে।
৪. দাসত্ব করা যাবেনা।আমাদের দাস বানানোর অধিকার করো নাই।আমরাও কাউকে দাস বানাতে পারবনা।
৫. নির্যাতন করা যাবেনা। আমাদের নির্যাতন বা আঘাত করার অধিকার কারো নাই।
৬. যেখানেই যাই আমাদের অধিকার থাকবে। আমি আপনার মতই একজন।
৭. আইনের চোখে সবাই সমান।
৮. আইনদ্বারা আপনার মানবাধিকার সংরক্ষিত। আইন সবার জন্য সমান ভাবে প্রযোজ্য।
৯. খেয়ালখুশীমত গ্রেপ্তার করা যাবেনা। উপযুক্ত কারন ছাড়া কেউ আমাদের হাজতে নিতে বা নির্বাসিত করতে পারবেনা।
১০. বিচারের অধিকার।সকল বিচারকার্য জনসম্মুখ্যে হওয়া উচিত। বিচারকের কাজে কারো হস্তক্ষেপ উচিত নয়।
১১. দোষ প্রমানের পূর্বে সবাই নিস্পাপ।প্রমানের আগে কাউকে দোষী করা যাবেনা।মানুষ ভুল করলে আমাদের তাকে সঠিক পথ দেখানোর অধিকার আছে।
১২. গোপনীয়তার অধিকার।কেউ আমাদের সুনাম নষ্ট করতে পারবেনা।
যথাযত কারন ছাড়া কারো আমাদের গৃহে প্রবেশ, চিঠি পত্র খোলা, বিরক্ত করার অধিকার নাই।
১৩. চলাফেরার স্বাধীনতা। আমাদের ইচ্ছামত নিজদেশে ভ্রমনের স্বাধীনতা আছে।
১৪. নিরাপদ স্থানে বাচাঁর অধিকার।যদি নিজদেশে ভয়তারিত বা নির্যাতনের স্বীকার হই তাহলে আমাদের অন্যদেশে নিরাপদে বসবাসের অধিকার আছে।
১৫. জাতীয়তার অধিকার। আমাদের একটা দেশের আধিবাসী হবার স্বাধীনতা আছে।
১৬. বিবাহ এবং পরিবার।পূর্ণ বয়স্ক নরনারীর ইচ্ছামত বিবাহ এবং পরিবার গঠনের অধিকার আছে।প্রত্যেক নরনারীর বিবাহ করা এবং বিচ্ছেদে সমান অধিকার আছে।
১৭. সম্পদের অধিকার।প্রত্যেকের একক বা যৌথভাবে সম্পদে মালিক হবার অধিকার আছে।
১৮. চিন্তার স্বাধীনতা।আমাদের মুক্তভাবে চিন্তা,ধর্মগ্রহন বা পরিবর্তনের অধিকার আছে।
১৯. মত প্রকাশের স্বাধীনতা।আমদের স্বীয় চিন্তা এবং পছন্দ অন্যের কাছে প্রকাশের অধিকার আছে।
২০. সমাবেশের অধিকার। আমাদের বন্ধুবান্ধবের সাথে শান্তিপূর্ণ সাক্ষাত, কাজকরার অধিকার আছে। আমরা না চাইলে কেউ আমাদের কোন দলভুক্ত করতে পারবেনা।
২১. গনতন্ত্রের অধিকার।আমাদের রাষ্ট্রকাঠামোতে অংশ নেবার অধিকার আছে।প্রপ্তবয়স্ক নরনারী নিজস্ব নেতা নির্বাচনের অধিকার সংরক্ষন করে।
২২. সামাজিক নিরাপত্তা।আমাদের প্রত্যেকের সহনীয় বাসস্থান, শিক্ষা, পথ্য, শৈশব যত্ন, চিকিৎসার প্রয়োজনীয় অর্থের অধিকার আছে যদিও আমরা অসুস্থ বা বৃদ্ধ হই।
২৩. কর্মীর অধিকার।প্রত্যেক প্রপ্তবয়স্ক নরনারীর কাজ করার , কাজের সঠিক মজুরী এবং সমিতি করার অধিকার আছে।
২৪. খেলাধুলার স্বাধীনতা।প্রত্যেকের কাজ থেকে বিশ্রাম এবং স্বস্তি লাভের অধিকার আছে।
২৫. সবার জন্য খাদ্য এবং আশ্রয়।প্রত্যেকের উন্নত জীবন যাপনের অধিকার আছে।মা,শিশু,বৃদ্ধ,বেকার,প্রতিবন্ধীদের যত্ন পাবার অধিকার আছে।
২৬. শিক্ষার অধিকার।শিক্ষা একটা অধিকার।প্রথমিক শিক্ষা অবৈতনিক হওয়া উচিত।কিভাবে অন্যের সাথে সম্পৃক্ত হওয়া যায় সেজন্য আমাদের জতিসংঘ সম্পর্কে জানা উচিত।
২৭. সত্ত্বাধীকার। সত্ত্বাধীকার একটা বিশেষ আইন যা একজনের সৃজনশীলতা বা লেখনী অধিকার সংরক্ষন করে।অনুমতি ছাড়া নকল করা যাবেনা।কলা,বিজ্ঞান,শিক্ষার ক্ষেত্রে আমাদের পছন্দ মত জীবন যাপনের অধিকার আছে।
২৮. সঠিক এবং মুক্ত বিশ্ব।নিজ দেশে অধিকার এবং স্বাধীনতা উপভোগে সঠিক ধাপ থাকতে হবে।
২৯. দ্বায়ীত্ব। আমাদের অন্যর প্রতি অধিকার আছে, আমাদের অন্যের অধিকার এবং স্বাধীনতা সংরক্ষন করা উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




