ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার একটি দল ১৯৭২ সালে বাংলাদেশে আসেন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিযে সদ্য স্বাধীন হওয়া একটি দেশের স্বরূপ দেখার জন্য। ইউলিয়াম এলস ফিরে গিয়ে পত্রিকায় একটি প্রচ্ছদ প্রতিবেদন করেন -'বাংলাদেশ: একটি নতুন রাষ্ট্রের স্বপ্ন লালন করছে'-শিরোনামে।
২৮ পৃষ্ঠার ওই প্রচ্ছদ কাহিনীর সঙ্গে ভিয়েতনাম যুদ্ধের আলোকচিত্রী ডিক ডুরেন্স এর দুর্দান্ত চার রঙা ৪৭ টি সংযুক্ত করা হয়।
সেখান থেকে বাছাই করা মাত্র তিনটি ছবি দেখুন:
ক্যাপশন: এক. রিকশা পেইন্টং, ১৯৭২।
দুই. গণকবর ও মুক্তিযোদ্ধা, ১৯৭২।
তিন. মুক্তিযোদ্ধা, ১৯৭২।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৭