টিপাইমুখ বাধের পরিদশন টিমের প্রধান সাবেক মন্ত্রী রাজ্জাক সাহেব আজ ভারত সফরে শেষে জিয়া বিমান বন্দরে এসে বলেছেন যে, ভারত থেকে তিনি আশ্বাস পেয়েছেন যে, ভারত বাংলাদেশের ক্ষতি হবে এমন কোন কাজ করবে না......। তিনি আরও বলেছেন যে, টিপাইমুখ এলাকায় তিনি কোন স্থাপনা দেখতে পাননি...আহা...।আহা...কি চমৎকার যুক্তি...।।
মিঃ রাজ্জাক সাহেব, শুধু আশ্বাস আনার জন্য ১০ জনের পিকনিক পাটি নিয়ে ভারত সফর করার কোন দরকার ছিল কি? ভারত তো সেই কবে থেকেই বলে আসছে যে ভারত বাংলাদেশের ক্ষতি হয় এমন কোন কাজ তারা করবে না টিপাইমুখ বাধ তৈ্রি করে। তারাতো ফারাক্কা বাধের সময়ও একই কথা বলেছিল...কিন্তু কাজে কি করেছিল?...।যার কুফল আজও বাংলাদেশের মানুষ পাচ্ছে...।সারাজীবন পাবে......কারন বাংলাদেশ তখনও ভারতের আশ্বাসে বিশ্বাস করেছিল।
তাছাড়া, টিপাইমুখ বাধ তৈ্রী করার ফলে কোন ক্ষতি হলে ভারত কি সেইটা স্বীকার করবে? নিজের ভাল আমাদের নিজেরদেরই তো দেখতে হবে রাজ্জাক ভাই ।।নাকি...? মনিপুর সহ ভারতের অন্য পরিবেশ বিজ্ঞানীরাই যেখানে বিভিন্ন সমীক্ষা করে এর প্রতিবাদ করে বলছে যে , টপাইমুখের কারনে ভবিষ্যতে পরিবেশের উপর সুদুরপ্রসারী কুপ্রভাব পড়বে সেইখানে আপনি কি করে বললেন, টিপাইমুখের কারনে বাংলাদেশের কোন ক্ষতি হবে না?...।। শুধুই ভারতের আশ্বাসে?
তিনি আরও বলেছেন যে, টিপাইমুখ এলাকায় তিনি কোন স্থাপনা দেখতে পাননি। তার কি এই মানে যে ভারত আর টিপাইমুখ বাধ তৈ্রী করবে না? বাংলাদেশের আর কোন চিন্তা নেই? আহারে কি অপূর্ব যুক্তি......আজ স্থাপনা নেই বলে কি কাল সেইটা তারা তৈ্রী করবেনা? আর সেইটা ধরে আমাদের বসে থাকলে চলবে? ওহ সরি...ভুলেই গিয়েছেলাম রাজ্জাক সাহেব তো ভারতের আশ্বাস পেয়েছেন.....
আমদের দেশের রাজনীতিকরা কবে দলের উপরে দেশকে স্থান দেবেন ?...।। কবে? কবে?
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




