সময়ের পরিক্রমায় পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হচ্ছে৻ যেমন, আমাদের পৃথিবীর কক্ষপথে কোন পরিবর্তন ঘটলে সূর্য থেকে এর দূরত্বেও পরিবর্তন ঘটে। এর ফলে উষ্ণতর জলবায়ূর মধ্যে বরফ যুগের সূচনা হয়।
সর্বশেষ আইপিসিসি প্রতিবেদন অনুযায়ী আধুনিককালে জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানভাবে মানবজাতির দায়ী হওয়ার সম্ভাবনা ৯০% এর বেশী।
এর পেছনে প্রধাণ কারণ জীবাশ্ব জ্বালানী ( কয়লা, তেল, গ্যাস ) পোড়ানো।
এতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং পৃথিবীর বায়ুমন্ডলে বিদ্যমান কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়। যা একটা কম্বলের মত কাজ করে; সৌরশক্তি এর নিচে আটকা পড়ে এবং ভূপৃষ্ঠের উষ্ণতা বাড়িয়ে দেয়।
বন উজাড় হওয়ার কারনে এবং অন্যান্য গ্রীনহাউস গ্যাস যেমন মিথেন নির্গমণকারী প্রক্রিয়াগুলো এতে অবদান রাখে।
এর প্রাথমিক প্রভাব গোটা পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে (বৈশ্বিক উষ্ণায়ন) হলেও এটা বৃষ্টিপাতের রীতিতে পরিবর্তন, সমূদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, দিন ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য তৈরীর মত ঘটনা ঘটায়।
এই জটিলতর বিশৃঙ্খলাই জলবায়ু পরিবর্তন নামে চিহ্নিত। আরো সঠিকভাবে বললে, 'মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন'।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





