রাত ২টা বাজবে বাজবে করছে ১ঘণ্টা ধরেই কিন্ত কেন জানি বাজছেনা। আমি আবার রাত ২টার আগে লেখালিখির কাজে হাত দেইনা। রাত ২টা এমন সময় যখন অনেক বদ পোলাপানও ফেসবুক গুতাইয়া ক্লান্ত হইয়া লগ আউট মারে। মানে এই সময়টাকে বেশ গভির রাতই বলা যায়। তো গভির রাতে কেন লিখতে বসি , কারন আমি একজন বড় লেখক তাই। এই সময়টা আমাকে আমি যে বড় লেখক এই কথাটা মনেপ্রানে সত্য মানাতে বাধ্য করে। আমার ব্লগের আশায় লক্ষ লক্ষ লোক সামুতে বসে থাকে। কি অবাক হলেন নাকি?? আমার নিকের দিকে কি তাকাচ্ছেন বার বার!!
হুম, অবাক হওয়ারি কথা। সমস্যা হল আমি আমার আসল নিক দিয়ে লেখা দিলেই সমস্যা হয়ে যায়। সবাই হুমড়ি খেয়ে পড়তে বসে যায়। তখন সামু হ্যাং হয়ে যায়। নিজেকে খুব অপরাধি মনে হয়। আমার জন্য দেশের এক লম্বর ব্লগ অচল হয়ে গেলো। তখন লেখা বন্ধ করতে হলো সামু ব্লগের জানা আপাও আমাকে ফোন করেও বললেন , ভাই লেখা দিলেতো ব্লগ চালানো যাচ্ছেনা। আমিও বুঝলাম। জাতির জন্য আমার লেখাটা থামানো উচিত। যখন আমার সমতুল্যা আরো লেখক আসবে তখন না হয় লেখবো। কিন্ত সমস্যা হলো কি জানেন???
আমি কয়েকদিন লেখা না দেয়াতে, বিভিন্ন জেলা থেকে আত্নহত্যার খবর আসা শুরু করলো। অনেকে খাওয়া দাওয়া বাদ দিয়ে সামুতে স্ক্রল ঘুরাতে ঘুরাতে মারাই গেলো। আর কিছু টিন এজ মেয়ে এদের এতো আবেগ, আমার নিক তাদের ওড়নায় লিখে ঐ ওড়না গলায় পেচিয়ে দিলো ফাস। এদের নিয়ে আর পারিনা। এরপর আমি আর নিষ্ঠুর থাকতে পারলামনা। ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিলাম, আপনারা হয়তো পত্রিকায় শিরোনামেই দেখেছেন, আমি এখন থেকে অপরিচিত নিক থেকে লিখবো। এতে সবাই সব ব্লগ খুটিয়ে পড়া শুরু করলো। তবে প্রথম দুই তিন লাইন পড়ার পরেই সবাই বুঝে যেতো যে কোনটা আমার লেখা না।
কি এখন আমার সম্পর্কে জানতে খুব ইচ্ছা করছে তাইনা?? জানিতো । সবই বলবো,সবুর করুন না। কি একদমই পারছেন না?? ওকে ওকে বলছি বাবা।
এইযে এতো ব্যস্ত আমি, কয়েক মিনিট কিবোর্ড টিপলেই কিন্ত কয়েক লাখ টাকা নিমিষেই কামাতে পারি। আমার লেখনি তো বুঝতেই পারছেন । তারপরও কিন্ত সময় বের করে ঠিকই ব্লগে লিখি, কোনো টাকা পাই এই যে ব্লগে লিখি? ১টাকাও কিন্ত পাইনা। আমি কিন্ত আমার আলাদা ব্লগ চালু করে সেখানে নোকিয়া, জিলেট, ফেরারি ইত্যাদি নামি ব্র্যান্ডের বিজাপন দিয়ে কোটি টাকাই কামাতে পারতাম, কিন্ত তা আমি করিনা। সামুতে পাই আপনাদের ভালবাসা। এতো ভালবাসা এই ইহজগতে কোনো ব্লগার পাইছে কিনা আমার সন্দেহ । আপনারা আমার লেখা দেখেই যে চোখ বুজে ভাল লেগেছে বাটনটা চাপ দিয়ে দেন , খুব অবাক লাগে বুঝছেন। আরে ভাই আমিওতো আপনাদের মতোই মানুষ নাকি, খারাপ দুই একটা লেখা লেখতেই পারি। না পড়েই প্লিজ লাইক বাটন চাপ দিবেননা। এতো লাইক পরে বাপরে বাপ। ব্লগে রেজিষ্টার করা ব্লগার এক লাখ , একবারতো দেড় লাখের মত লাইক পড়লো, কিভাবে হলো বুঝলামিনা। আমার লেখা পড়েই প্লিজ আপনার ব্রাউজার ক্লোজ করে দিবেননা। আরে ভাই আরোতো ভাল ব্লগার আছেন। হয়তো তারা আমার ধার কাছেও নাই লেখনির গুনগত মানের দিক থেকে , কিন্ত কষ্ট করে লিখে বেচারারা পড়ে দেখতে পারেন । টাইম পাস আর কি।
কি শুধু পড়েই যেতে মন চাচ্ছে আমার লেখা, মধুর মতন গিলেই যাচ্ছেন ? মনে হচ্ছে এই লেখা যদি কোনোদিন শেষ না হতো, আজিবন পড়েই যেতেন তাইনা?? কিন্ত আপনাদেরতো আরো কাজ আছে তাইনা। অনেকে হয়তো দম নিতেই ভুলে গেছেন। হ্যা মিষ্টার দমটা নিন এইবার, ব্লগ পড়তে যেয়ে আবার মারা যাবেননা প্লিজ । আর আমার লেখা পড়ার সময় দয়া করে মোবাইল অফ করে পড়তে বসবেননা।জরুরি ফোন ও তো আসতে পারে। আমি আমার লেখা ব্লগ থেকে সরাবোনা কোনোদিন । যখন খুশি পড়তে পারবেন।
কি তাও ভয় কাটলোনা। এই মাউস ছুয়ে বললাম যান, লেখা মুছবোনা। সবাই ভাল থাকবেন , বাই বাই টা টা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





