ডিসম্বরের বিকেলের মিষ্টি রৌদে
নতুন টেপ মারা টেনিস বল হাতে
দাঁড়িয়ে থাকা ছেলের মুখে
আমি আনন্দ দেখেছি।।
স্কুলের বার্ষিক পরীক্ষার শেষ পরীক্ষার শেষে
বাড়ি ফিরে নতুন গল্পের বই হাতে বালকের মুখে
আমি আনন্দ দেখেছি।।
জীবনে প্রথম শাড়ি পড়ে বাড়ির বাইরে পা দেওয়া
কিশোরির লাজুক মায়াভরা মুখে
আমি আনন্দ দেখেছি।।
হঠাত রিক্সায় কোনো নব্য যৌবনা তরুনির দুষ্টুমি ভরা চোখের
সাথে কোনো তরুনের ক্ষনিকের চোখাচোখিতে
আমি আনন্দ দেখেছি।।
শাহবাগের ফুটপাথে কোনো মা,
ফেলে দেওয়া বোতল দিয়ে
গাড়ি বানিয়ে পিপ পিপ আওয়াজ দিয়ে
খেলতে থাকা বাচ্চার মুখে
আমি আনন্দ দেখেছি।।
অথবা জীবনে প্রথম স্যালারি পাওয়া
পোলাপানের ষ্ট্যাটাসে
আমি আনন্দ দেখেছি।।
এতো আনন্দের ভীড়ে ক্লান্ত আমিও গেয়ে উঠি
আনন্দ ধারা বহিছে ভুবনে।।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





