কিছুদিন পরপর ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানটা আমার মাথায় ক্যারা দিয়ে উঠে। শুনতেই থাকি, শুনতেই থাকি, কিন্তু শোনা শেষ হয় না। মনে হয় কোন ভাবেই যেন কেউ রুদ্র-র এই কবিতাটাকে গান করে ফুটিয়ে তুলতে পারছে না। এই রকম বলা হয়ত অতিরিক্ত বেশী বাড়াবাড়ি হয়ে গেল, কিন্তু আমার পছন্দ তো আমারই তাই না ?
এন্ড্রু কিশোর যেটা বাংলা সিনেমার জন্য গাইছিলেন সেটা রীতিমত ধুম ধাড়াক্কা মনে হইছে।
সেইটা আবার ইউটিউবে পাইলাম একটা হিন্দি সিনেমার ক্লিপিং এর মধ্যে ...
আর প্রতিষ্ঠিত গায়কদের মধ্যে সবচাইতে ভাল লাগছে সুমন এর গাওয়ার ধরনটা। কিন্তু ওনার পুরা গান ইউটিউবে কোথাও খুঁজে পেলাম না। লাইভ কনসার্ট গুলায় অতি আবেগেই মনে হয় উনি বারবার গান বন্ধ করে দর্শকদের সাথে কমিউনিকেট করেন, যার ফলে আসলে একটানে পুরা গান শোনার স্বাদ পাওয়া যায় না।
এমনি ভাবে এরাও পুরা গানটা একবারে শেষ করে নাইঃ
সাবিনা ইয়াসমিন এর সাথে সুমনের গাওয়া অসাধারণ এক ডুয়েটঃ
কিন্তু তবুও আমার মন ভরে না, এখানে রোমান্টিক ভাব বেশী, কবিতাটা পড়লে যেমন দুঃখ দুঃখ ভাব আসে সেই ভাব গানে নাই।
আনন্দঘন পরিবেশে শহর ব্যান্ডের লাইভ ভার্সনটাও ভালো, সেটা গাওয়া হইছে পয়লা বৈশাখের কনসার্টে:
আমার মূল সমস্যাটা আসলে এখানেই। কেন জানি মাথার ভেতর ঢুকে গেছে যে গানটাকে দুঃখময় ভরাট গলায় হতেই হবে, এর মধ্যে থাকবে তীব্র হাহাকার (যত্তসব আবদার!)। কিছুদিন পর পর এই আবদার যখন মাথায় চেপে বসে তখন সারাদিন ধরে গানটা শুনি, নেটে নেটে ঘুরে বেড়াই “আমার পছন্দ মত” ভার্সন খুঁজে পেতে।
যেই কারনে ওপরের সবগুলার চাইতে হোমমেড চেষ্টাগুলাই বেশি শুনিঃ
হোমমেড ভার্সনের মধ্যে চমকের গাওয়াটাই সবচাইতে বেশী ভাল লাগছেঃ
http://www.youtube.lu/watch?v=txOfsLJohdw
আর অনুষ্ঠানে গাওয়া গান গুলোর মধ্যে মধ্যে এনারটাই মনে হইছে সবচাইতে বেশী “আমার মত” ...
আর সবশেষে একটা ইন্সট্রুমেন্টালঃ
অন্তর্জালে পাওয়া আরও কিছু লিংকঃ
রোমান্টিক ভঙ্গিতে গাওয়া আকাশ দ্বীপঃ
দূর্বাদল-ও গেয়েছে এরকম ভাবেই, দেশী ধাঁচের একটু ভিন্ন সংগীতায়জনেঃ
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




