সবুজ ঘাসের আলপথ ধরে হেটে যাওয়ার ক্ষণে
নিরবে বলে যাওয়া কথাগুলো নতুন করে আবার গুনগুন করছে।
কিছু কথা যা মন বলে আর মন শোনে অবলীলায়।
নিঃশ্বাসের মত। মনে আছে।
সেই ঘাসের মাঝে সরু পথ ধরে হেটে যাওয়া দু’টো শরীর
সাদা শার্ট, হলুদ শাড়ী। মনে আছে।
হাটা পথেই আবিষ্কার হয়েছিল ভালবাসার রংয়ের নাম -
“দু’জনার পাশাপাশি অস্তিত্ব”।
তোর কাছ থেকে ধার করা বৃষ্টিভেজা বিকেল, ধোঁয়া ওঠা কাঁচের জানালা
চুপ করে ভাঁজ করে রেখে দিলাম বুক পকেটে।
উষ্ণ বুকে যখন একই আকাশের মেঘ দুহাতে সরিয়ে ফেললাম,
তার কাছাকাছি সময়ে জানতে পারলাম
তুই এখন অন্য ঢাকাতে। নুয়ে পরা ঢাকার শরীরে কিছু না বলে
তোকে একটু দূরে মনে হল। সময় অনেক পাল্টে গেল।
যানজটে চুরি হয়ে যাওয়া সময়ে তোর জন্য উপহার
তোর আমার ব্যাবধান বৃষ্টি এসে এঁকে দিক অস্তিত্বের ঈশারায় ।
এঁকে দিক খুব নিবিড় হয়ে উঠতে যেয়ে থমকে দারানো শব্দে,
গাড়ীর ভিরে বসে দেখা কত রং, কত অসুখ, কত বন্ধ চোখ
গাড়ীর ভিরেই মিলিয়ে যায় সুখটাকে সাজিয়ে তোলা কত দুঃখ।
জলে ভেজা চোখপাখি তুই জল মুছে ভালো থাক।
জানতে না পারা গল্পের পাতাগুলো,
বুঝতে না পারা সময়ের রংগুলো,
আঁকতে না পারা ঘাসের মুখগুলো,
পড়তে না পারা মুর্খ কবিতাগুলো।
চোখপাখি, জীবনের কোন সমাধান নাই।
চোখপাখি, নিজেদের সময় দেয়া দরকার।
http://www.facebook.com/shihabspenpoems
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১২ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




