বিবেকের গোড়ায় পানি ঢালতে ঢালতে
জল ফুরিয়ে গেল ঠিকই,
তাড়না বোধ জাগলোনা কখনও-ই।
তাড়নাটাকে বরাবরই মশার ভন ভন এর
থেকে বেশি কিছু মনে হোলোনা।
যা দেখলাম রাতের নিজের বলে
শুধু অন্ধকারই থাকেনা,
কোথায় যেনো অন্ধকারের কিছু ভয়
লুকিয়ে থাকে।
মাঝেমাঝে ভয়টা গাড় রুপ নেয়।
প্রতিটা পাপের পর আমার বোধ
অন্ধকার দেখায়।
যা আজো একটা সত্য ভয়
মনের ফুসফুস এ গেঁথে প্রশান্তি দিয়ে যায়।
যে আমি তোমাকে ভালোবেসেছিলাম
অনন্ত ক্লান্ত সাহসে,
সে আমি নিতান্ত আগ্রহী ভঙ্গিতে
তোমাকে ছেড়ে গিয়েছিলাম,
সাথে নিয়ে গিয়েছিলাম তোমার মুক্তির উৎস
কালো হোক, ভাল হোক, সাদা কিংবা ধুসর
মেঘেদের আর কখনও সাধ হোলোনা
তোমাকে ছুয়ে দেখতে।
জন্মান্ধ কোনো নর-নারীকে ভুবন দেখিয়েছিলাম
উদ্বৃও কিছু দ্বিধা নিয়ে, যা অনাদরে
তাদের সারাজীবন পৃথিবী দেখার কামনাকে
চুম্বন করে ছুরে ফেলেছিলো।
সর্বজ্ঞানী বিধাতার নিরব আচরন বরাবরই
আমাকে নিয়ে গেল এক একটা আস্ত সাফল্যে।
নৈতিকতা গুলো কখনও পাত্তাই পেলোনা
জীবনের গাঁঢ় স্বপ্নগুলোও ধুয়ে ফেলা গেলো
খেয়ালি অবহেলায়।
যে স্বাধীনতার জন্য নিজেদের স্বাধীন দাবী করি
অর্থনৈতিক পাহাড় গড়লাম তা বিক্রীর টাকায়।
নির্বোধ জনগণ প্রশ্ন থেকে দুরেই থাকলো।
আপণ অধিকার যখন বোধহীন, একটা দেশের
গণতন্ত্র বোধটাও ঘুমন্ত।
জীবনের এই শেষ কালে এসে বুর্জোয়া পদবীটা
আমাকে হেলাতে পারলোনা কোনো মেরুতে।
মেরুদন্দহীন মেরু আজ আমারই উপর নির্ভরশীল।
আমাকে আজ রাজনীতিবীদ বলা হয়।
Facebook page: http://www.facebook.com/shihabspenpoems
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১২ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




