শিশু
মায়ের নাড়ী ছিরে পৃথিবীর প্রথম আলো পিটপিটে চোখে
প্রথম মায়ের কোল থেকে বাবার কোলে,
প্রথম পোকার মত গজিয়ে ওঠা কালো তিল হাতে
শরীরে ধুলো মেখে মায়ের কোল ছেড়ে কাদার কথা বলতে পারি।
কিশোর
তিন টাকা রিকশাভাড়া, বিদ্যালয়।
সারাজীবন এক শিক্ষককে মনে রেখে, অকারণে বেতের বারি।
বৃষ্টিতে জমে ওঠা রাস্তা ভর্তি পানিতে জুতা হাতে হাটা
কখনওবা ভেসে যাওয়া মুত্রের সাথে পথচলার কথা বলতে পারি।
যৌবন
হঠাৎ একদিন শরীরের পরিবর্তন দিয়ে শুরু, তারপর অনেক কথা
নানাবাড়ির সেই মায়াভরা ধানক্ষেতে লুকিয়ে হাতেখড়ি, সিগারেট। চলছে।
লুকিয়ে পড়ে ফেলা প্রথমবার চটি বইটা, ওই শেষ, সহ্য হলনা,
কখনো লুকিয়ে দেখে ফেলা বিবাহিত রুমটা, বুজতে পারা শরীরের পরিবর্তনটা।
পলাতক
স্কুল পালিয়ে খেলা, কলেজ পালিয়ে বন্ধুর ঘর
একদিন নরসিংদী, ট্রেনের ছাঁদ, ভয়।
ভোররাত ৪ টায় ঘর ছাড়া, নিঃশ্বাসে ভোরের স্বাদ।
প্রথম মদ, প্রথম বুজতে পারা মাতালের জ্বালা। তারা গুনলাম।
প্রেমিক
কিছু বুজতে পারতেই পেয়ে যাওয়া, তারপর একদিন বিদায়
রাস্তায় কুড়ানো পাতার মত ভালোবাসায় জাড়ানো, হারিয়ে ফেলা হঠাৎ,
শেষ বাক্যে নিজেকে আটকে অজান্তে ভেসে যাওয়া অন্যদিনে।
বলতে পারি, ভালোবাসি। তোমার সাথে থাকলে সুখে থাকাও সহজ হয়ে যায়।
পাঠক
চে বলে গেল, “ভাবছি- বিপ্লবের মৃত্যু নেই”
“একটি তৃতীয় পক্ষ আছে- মুসলমানরা” – জিন্না
“জীবন অথবা মৃত্যু চোখে রবে - আর এই বাংলার ঘাস র’বে বুকে” – জীবন বাবু
চুম্বনস্রোতে দিন পাল্টাক, প্রতিবাদ সত্য গাইতে আসবে বাংলার তীরে।
দর্শক
দীপার মরে যাওয়া, আত্নহত্যা, ভাতের অভাব। ৩০০ পরিবারের রাস্তায় বাস, মেঘনাপাড়,
সম্বল একটা খাট, বন্যা থেকে বাঁচানো, মরে যাওয়া মায়ের দুধ পান কঙ্কাল এক মানুষের বাচ্চার,
বস্তিতে আগুন, একের পর এক, বছর ঘুরতে না ঘুরতে সেখানে অট্টালিকা।
আগুনই তো ছিল? নাকি অট্টালিকার বীর্য?
ক্ষ্যাপা
অপদার্থ, ইতস্তত বেলেড, একদলা থু।
লেখক
নারী, তোমায় যদি খুদা বলে ডাকি রাগ করবে?
মন্ত্রীরা সবাই প্রেম কর, মুর্খ কবিতাদের মুখ বন্ধ হোক।
বিদ্রোহী
অন্তর আছে, শরীর নাই।
ইতিহাসটা মিথ্যা। আমি তার ছায়া।
আমি রাজসাক্ষী
সমস্ত সংগ্রামের গভীরে যে কালো কালো সত্য
একটি উলঙ্গ মাইক্রফোন দিলে বলে দিতে পারি,
বলার ক্ষমতা কেড়ে নিলে নাংটোও হতে পারি।
আমার লজ্জা ভাষনের সাথে ভিজে গেছে, হা হা হা হা ... ... ... ...
Facebook page: http://www.facebook.com/shihabspenpoems

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




