তোমার লজ্জা আমি কাড়িয়া লইতে চাই না
কিন্তু লজ্জা উন্মোচন কেমন যেন
আগ্রহের সৃষ্টি করে।
তোমার লজ্জা তোমাকেই ফিরায়ে দিবো
বারবার, আর
বারবার আমি তোমার কাছেই ফিরিয়া আসিব।
বেরাজালের এই খেলা খেলিতে যে এতখানি দারুণ হইবে
বুঝিতে পারিনাই, এখন বুঝি।
ইহার সহিত বেরাজালটা দীর্ঘতর হইয়া বারিয়া চলে।
মোর বৃষ্টিভেজা হাত আর তোমার মুখ মাখামাখি হইলে
বাহিরে মুখটাই শুধু ভেঁজে, কিন্তু
অন্তরে শান্তি বাড়িয়া চলে বহুগুণ।
সে কথা তোমায় জানাইয়া দিবো একদিন।
এখন তুমি বন্ধ চোখে ঘুমের ভান ধরিয়া আছ,
আমিও আমার ভান ছাড়িব কোন কর্তব্যে!
দেখিবার যে প্রশান্তি তাহা আমি একাই আপনাইতে চাই।
তুমি না ঘুমাইলেও আমি জাগাইতে যাইবো কেন!
বজ্রপাত যদি মূহুর্তে সারা দুনিয়া আলো করিয়া তুলিতে পারে
আমিও বা কম কিসে!
আমিও ওই এক মূহুর্ত পাইবার আশায়
খেয়াপারের অপেক্ষায় জাগিয়া তাকাইয়া থাকিতে পারি।
যদিও না স্পর্শ দুটো এক হইলো
অনুভূতি তো পুর্নতা পাইলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




