somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্ষায় জলাবদ্ধতা: অচল চট্টগ্রাম, নগরবাসীর দুর্ভোগ চরমে, বিমানবন্দর বন্ধ

২৬ শে জুন, ২০১২ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত তিন দিনের টানা বর্ষণে চবন্দরনগরী চট্টগ্রামের অনেক এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরপানিতে তলিয়ে গেছে নগরী। এতে নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।
বৃষ্টিতে চট্টগ্রামে সাধারণত নীচু এলাকাগুলো বিশিষ করে হালিশহর, মুরাদপুর, পতেঙ্গা, চকবাজারে, আগ্রাবাদ পানি উঠতে দেখা যায়। কিন্তু এবার এই এলাকাগুলো ছাড়াও বহদ্দারহাট, চান্দগাঁও, দেওয়ানবাজার, কাপাসগোলা, শুলকবহর, বিবিরহাট, পাঁচলাইশ ও কাতালগঞ্জ আবাসিক এলাকাসহ নতুন নতুন অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে।
প্লাবিত এলাকাগুলোর নিচতলার বেশিরভাগ বাসা-বাড়ি, গ্যারেজ ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে লেপ-তোষক, সোফার গদি, গাড়ির মূলবান যন্ত্রাংশসহ বিভিন্ন ধরনের মালামাল নষ্ট হয়ে গেছে। নগরীর দুই নম্বর গেট, মুরাদপুর ও বাকলিয়া এলাকায় পানিতে আটকা পড়েছে প্রাইভেটকার, সিএনজি অটোরিকশাসহ বেশ কিছু ইঞ্জিনচালিত গাড়ি।
চান্দগাঁও-মুরাদপুর-বাকলিয়া এলাকার বেশির ভাগ মানুষকে সকালে কোমরপানি ভেঙে নিত্যপ্রয়োজনীয় বাজারসদাই করতে হয়েছে। তেমনই একজন শুলকবহর এলাকার গৃহিণী রাবেয়া আকতার। তিনি বাংলানিউজকে বলেন, ‘‘সামান্য বৃষ্টিতেই এখন পানি ওঠে আমাদের এলাকায়। সহ্যেরও তো একটা সীমা আছে। আমরা কর্পোরেশনকে ট্যাক্স দিই, সরকারকে ট্যাক্স দিই। তারা আমাদের দুর্ভোগ দেখে না। কোনো কাজ করে না।’’
এই ব্যাপারে সিটি কর্পোরেশন বলছে, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে নালা ও খালগুলোর ধারণক্ষমতা তার চেয়ে অনেক কম। তাই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে পানি নেমে যাচ্ছে। কিছু কিছু এলাকায় জোয়ারের পানি উঠে যাচ্ছে।
নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী পূর্বাভাষ কর্মকর্তা ফরিদ আহমদ বাংলানিউজকে জানান, সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৩ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দফতর। এরপর সকাল ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩৫ মিলিমিটার। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৯১ মিলিমিটার।
এদিকে কিছুক্ষণ আগের প্রাপ্ত তথ্যে জানা যায়, রানওয়ে ও টারমাকের অনেকাংশ জলাবদ্ধ হয়ে পড়ায় মঙ্গলবার বিকেলে সব ধরনের উড়ান ও অবতরণ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
View this link
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১২ রাত ৯:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্ষমতার আসনে বেশী দিন থাকা শাসকদের মাঝে খালেদা জিয়া সর্বসেরা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৩



আমার এক ছাত্র চাকুরীর পরীক্ষায় ৫২ নম্বর পেয়ে ৩ জনের মধ্যে প্রথম হয়েছিল। দ্বিতীয় জন পেয়েছিল ৪৯ নম্বর এবং তৃতীয় জন পেয়েছিল ৪৭ নম্বর। সে হিসাবে খালেদা জিয়া... ...বাকিটুকু পড়ুন

বেগম খালেদা জিয়াঃ এক দৃঢ়চেতা, সাহসী অধ্যায়ের সমাপ্তি

লিখেছেন সামহোয়্যারইন ব্লগ টিম, ৩০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৭



প্রিয় ব্লগার,
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই, ইন্না লিল্লাহি ওয়া... ...বাকিটুকু পড়ুন

আপসহীনতার নাম খালেদা জিয়া: যন্ত্রণার বিনিময়ে গণতন্ত্রের প্রাচীর

লিখেছেন জুয়েল তাজিম, ৩০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৭



ছোট দুই সন্তানকে নিয়ে একাত্তরের বিভীষিকায় বন্দিত্ব, অল্প বয়সেই বিধবা হওয়া—বেগম খালেদা জিয়ার জীবনের শুরুটাই ছিল যন্ত্রণার অধ্যায়। এরপর ইতিহাস যেন তাঁকে একের পর এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়... ...বাকিটুকু পড়ুন

খালেদা জিয়ার মৃত্যু রাজনীতির মাঠে বিরাট শূন্যতা

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৯

 
বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এক উল্লেখযোগ্য চরিত্র। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর বিএনপির টালমাটাল পরিস্থিতিতে তিনি দলটির হাল ধরেন। সেনানিবাসে গড়ে উঠা দলটাকে রাজপথে বেড়ে উঠতে গৃহবধূ থেকে... ...বাকিটুকু পড়ুন

খালেদা জিয়া মরিয়া প্রমাণ করিলেন , তিনি মরেন নাই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩৮


বেগম খালেদা জিয়া মারা গেছেন। এই খবরে জাতি শোকাহত। কিন্তু একদল মানুষ আছে যারা উনার মৃত্যুর পরেও নিজেদের রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থে তার মৃত্যু নিয়ে ঘৃণ্য মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। বদনা... ...বাকিটুকু পড়ুন

×