সমুদ্রপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে চট্টগ্রামে জড়ো করা ৪৮ জনকে আটক করেছে র্যাব। নগরীর নগরীর কদমতলী এলাকায় ৪টি হোটেলে অভিযান চালিয়ে র্যাব তাদের উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় পাচারকারী চক্রের দুই সদস্যকে।
এরা হলো, ঢাকার উত্তরার আল বিসমিল্লাহ ট্রাভেল লিমিটেডের চেয়ারম্যান শহীদুজ্জামান শামীম ও তার ভাতিজা ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তা জহিরুল ইসলাম।
শনিবার রাত দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নগরীর কদমতলী ও রেলওয়ে স্টেশন এলাকার কয়েকটি হোটেলে এই অভিযান চালায় র্যাব-৭ এর সদস্যরা।
অভিযানে অংশ নেওয়া র্যাব কর্মকর্তা মেজর রাকিবুল আমীন সাংবাদিকদের জানান, একটি চক্র মালয়শিয়ায় পাঠানোর নাম করে বিভিন্ন জেলা থেকে লোকজনকে চট্টগ্রামের কয়েকটি হোটেলে জড়ো করছে- এমন খবর পেয়ে রাতে কদমতলীর হোটেল ডায়মন্ডে অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় শহীদুজ্জামান শামীম (৫০) ও জহুরুল ইসলাম (৩৫) নামে পাচারকারী চক্রের দুই সদস্যকে।
এসময় অবৈধভোবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার জন্য জড়ো হওয়া ৪৮জনকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, সমুদ্রপথে মালয়েশিয়া নেয়ার নামে এর আগেও বিভিন্ন প্রতারক চক্রের সন্ধান পাওয়া গেছে। সমুদ্রে ট্রলার ডুবে বহু প্রাণহানির ঘটনাও ঘটেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




