রেজিষ্ট্রেষণ করলেই কি আর হয়! অপেক্ষা, শুধুই অপেক্ষা! আবশেষে এক সময় হাল ছেড়ে দিলাম! কিন্তু আজ ১০/১২ দিন পর লগইন করে দেখলাম আমাকে জেনারেল করা হল। আহ! কি আনন্দ, তা আপনাদের বুঝানো সম্ভব নয়। এজন্য মডুদের কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ। সাথে সাথে আমার এই শুভযাত্রায় আপনাদের জন্য শুধুই একটা লাল গোলাপ।
তবে একটা দুঃখ অবশ্যই আছে, আমার আজব মানুষ নীকটা অনেক আগেই কে যেন দখল করে ফেলেছেন! কিন্তু তিনি সম্ভবত ব্লগিং করেন না। তারপরও আজব মানুষ০০৯ আপনাদের ভালোবাসা, সহচার্য, ও সহযোগীতায় বাঁধ ভাঙ্গার গুণকীর্তণ চলবে অবিরাম..... এই কামনায়
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




