গতকাল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রি রাজিউদ্দিন আহমেদ রাজুর মিন্টো রোডের ৫ নম্বর সরকারি বাড়ির সামনে তার নির্বাচনী এলাকার মানুষজন ভিড় করেছিল। দিনভর অপেক্ষা করেও ঈদ উপহার না পেয়ে নাখোশ হয়েছে অনেকে।
মন্ত্রীর বাড়ির সামনে অবস্থান করে ‘উৎপাত’ করায় !!! ৪ জনকে পিটিয়ে আহত করেছে নিরাপত্তারক্ষীরা। এমন অভিযোগ করে তারা পিঠে ও পায়ে লাঠির দাগ বসানো দেখালেন। তবে যতক্ষণ পর্যন্ত মন্ত্রী ঈদ উপহার না দেবেন বা দেখা না করবেন ততক্ষন বাড়ি ফিরে না যাবার কথা জানালেন তারা।
http://|http://www.barta24.net/?view=details&data=Emirates&news_type_id=1&menu_id=64&news_id=60012]
নির্বাচনের সময় যেসব গরীবদের হাতে-পায়ে (গোপনে হয়তো পায়েও) ধরে ২০০/৩০০ টাকা হাতে গুজিয়ে দিয়ে ভোট ভিক্ষা করেন, তাদেরকে বলেবেড়ান, নির্বাচিত হলে তাদের পাশেই থাকবেন। নির্বাচিত হওয়ার পর ২০০/৩০০ টাকা দামের একখান শাড়ি/লুঙ্গির জন্য সেসব গরীবদেরকে পিটিয়ে আহত করলেন!
পিটানোই দরকার! কেন ভোট দিল আপ্নাগো তারা। কেন টাকার কাছে নিজের বিবেক বিকিয়ে দিল। আরো ভালো করে পিডাইতেন! এইডারে কি পিডানো বলে!!!
নির্বাচনকি শেষ? আর দাড়াবেন না?? নাকি তাদের প্রয়োজন আর নাই??? দেখা যাবে আগামী নির্বাচনে।
আসুন, টাকার কাছে নিজের বিবেককে বিক্রি না করে সৎ ও যোগ্য মানুষের পক্ষে নিজের বিবেকের রায় দেই। নাহলে এমন পিটাই ঝুটবে কপালে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




