লাটভিয়ায় সম্প্রতি রবিন হুড নামের এক হ্যাকার ব্যাংকের বিপুল পরিমাণ গোপনীয় তথ্য চুরি করে টেলিভিশনে প্রকাশ করে দিয়েছেন। বিশ্বখ্যাত চলচ্চিত্র ম্যাট্রিক্সের মতো করে এ কাজটি করেছেন তিনি। শুরুর দিকে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট টুইটারের মাধ্যমে ব্যাংকের খবরগুলো ছড়ালেও পরে টিভির মাধ্যমে প্রকাশ করা হয়। এ ব্যাপারে লাটভিয়ার সরকার এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
যে তথ্য প্রকাশ করা হয়েছে, তার মধ্যে ছিল ওই ব্যাংকের লেনদেনের পরিমাণ এবং কারা লেনদেন করেছিলেন সেসব তথ্য। এ ছাড়াও ব্যাংক থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বেতনের তথ্যও টেলিভিশনে প্রকাশ করা হয়। এ ছাড়াও এর আগে গুরুত্বপূর্ণ প্রায় ৭০ লাখ কর প্রদানের তথ্যও হ্যাক হয়েছিল। তিন মাসের মধ্যে প্রায় এক হাজার প্রতিষ্ঠানের ব্যক্তিগত এসব তথ্য চুরি হয়েছিল।
ওই হ্যাকারের ভাষ্যমতে, এসব তথ্য সাধারণ মানুষের সেবার জন্য টেলিভিশনে প্রকাশ করা হয়েছে। তার মতে, ব্যাংকের এসব তথ্য এবং আয়করের তথ্য সবার জানার অধিকার রয়েছে, তাই এগুলো প্রকাশ করা হয়েছে। তাই অনেকেই ওই হ্যাকারকে ভার্চুয়াল রবিন হুড হিসেবেও বলা শুরু করেছে। তবে সবকিছুর পরও অনুমোদন ছাড়া তথ্য জনসম্মুখে প্রকাশ করা অপরাধ। তাই এটি সাইবার আইনের মাধ্যমে সমাধানের ব্যাপারে আলোচনা চলছে। তবে এ ধরনের বিষয়গুলো বিশেষভাবে নজরদারি এবং সমাধান প্রয়োজন বলে মনে করছেন প্রযুক্তিনিরাপত্তা বিশেষজ্ঞরা।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




